• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও কথা বন্ধ সূর্য-দীপার! স্বস্তিকা-দিব্যজ্যোতির ঝগড়ার খবর ভাইরাল হতেই মন খারাপ ভক্তদের

Published on:

Is everything alright between Dibyojyoti Dutta and Swastika Ghosh fans are worried

স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। ২৫ সপ্তাহের ওপর হয়ে গেল টিআরপি তালিকায় রাজত্ব করছে এই সিরিয়াল। সূর্য-দীপার সম্পর্ক মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় যত ঝামেলাই থাকুক না কেন, বাস্তব জীবনে বেশ ভালো বন্ধু দিব্যজ্যোতি-স্বস্তিকা। তবে এখন শোনা যাচ্ছে, বন্ধুত্বে (Friendship) ফাটল ধরেছে দু’জনের।

বিনোদন দুনিয়ায় কো-স্টারদের মধ্যে ঝামেলা হওয়া কোনও নতুন বিষয় নয়। অতীতেও বহুবার বহু সিরিয়ালের নায়ক-নায়িকার মন কষাকষির খবর সামনে এসেছে। মাস খানেক আগে অবধিও ‘মিঠাই’র নায়ক-নায়িকা আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডুর ঝামেলার খবরের গুঞ্জন শোনা যেত টেলিপাড়ায়।

Mithai Adrit Roy Soumitrisha Kundu

এর আগে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের অরণ্য-পাখি তথা যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের খারাপ সম্পর্কও নিয়েও দীর্ঘদিন চর্চা চলেছে। শোনা যেত, ক্যামেরার সামনে মাখো মাখো রসায়ন হলেও অফ ক্যামেরা একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল তাঁদের। এখন শোনা যাচ্ছে, দিব্যজ্যোতি-স্বস্তিকার ক্ষেত্রেও তাই হয়েছে।

সম্প্রতি শহর কলকাতায় আয়োজিত হওয়া এক অ্যাওয়ার্ড ফাংশান থেকেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত। সেখানে পর্দার সূর্য (Surjya)-দীপা (Deepa) দু’জনেই উপস্থিত ছিলেন। তবে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। এমনকি ট্রফি হাতেও কোনও ছবি নেই দিব্যজ্যোতি-স্বস্তিকার। ফিসফাস শোনা যাছে, গোটা অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে চলছিলেন তাঁরা। তবে সপ্তাহ খানেক আগেও দু’জনকে একসঙ্গে হেসে হেসে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছিল, তাহলে হঠাৎ কী হল?

Dibyojyoti Dutta and Swastika Ghosh, Dibyojyoti Dutta and Swastika Ghosh friendship broken

শোনা যাচ্ছে, দিব্যজ্যোতির মা এবং বোন ‘অনুরাগের ছোঁয়া’র বাকি সদস্যদের মতো স্বস্তিকাকেও খুব পছন্দ করতেন। তবে তাঁরাও নাকি অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন। এসব খবর সামনে আসতেই মন ভেঙে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তদের।

যদিও এই প্রথম নয়, এর আগেও দিব্যজ্যোতি-স্বস্তিকাকে নিয়ে একাধিক গুঞ্জন রটেছিল। কখনও শোনা গিয়েছিল তাঁরা প্রেম করছেন, কখনও আবার সৌমিতৃষার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। ‘সুদীপা’ অনুরাগীদের এখন একটাই কামনা, এই খবর যেন সত্যি না হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥