• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দয়া দরওয়াজা তোড় দো’, নতুন রূপে আবারও ফিরছে CID! খবর পেয়েই উচ্ছসিত দর্শকেরা

Updated on:

Is CID starting again_ ACP Pradyuman AKA Shivaaji Satam reunites with his team

ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অত্যন্ত আইকনিক একটি শো হল ‘সিআইডি’ (CID)। ১৯৯৮ সালে পথচলা শুরু হয়েছিল এই শোয়ের, চলেছিল ২০১৮ সাল অবধি। টানা ২০ বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে এসেছেন এসিপি প্রদ্যুম্ন (ACP Pradyuman), অভিজিৎ, দয়ারা (Daya)। ‘সিআইডি’ শেষ হওয়ার পর তাদের ভীষণ মিস করেন প্রত্যেকে। অবশেষে ফের এক ফ্রেমে ধরা দিলেন ‘সিআইডি’ খ্যাত তারকারা।

সোনি টিভির এই আইকনিক শোয়ে এসিপি প্রদ্যুম্নের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শিবাজি সতম (Shivaaji Satam)। দয়ার চরিত্রে দেখা গিয়েছিল দয়ানন্দ শেট্টিকে (Dayanand Shetty)। সম্প্রতি পর্দায় এসিপি এবং দয়াই এক ফ্রেমে ধরা দেন। তাঁদের সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা অনুপ সোনিকেও (Anup Soni)। ‘সিআইডি’তে এসিপি অজাতশত্রুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

CID, CID new season

সম্প্রতি দয়া এবং অনুপের সঙ্গে ছবি শেয়ার করেন পর্দার এসিপি প্রদ্যুম্ন। শিবাজি ক্যাপশনে লেখেন, ’দীর্ঘ সময় পর দয়া এবং অনুপ সোনির সঙ্গে সেটে কাজ করতে পেরে দারুণ লাগছে’। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় বর্ষীয়ান অভিনেতার এই পোস্ট। সেই সঙ্গেই শুরু হয়ে যায় ‘সিআইডি’র নতুন সিজন শুরুর জল্পনা।

CID, CID new season

শিবাজির শেয়ার করা পোস্টে এসিপি প্রদ্যুম্নের লুকে দেখা গিয়েছে তাঁকে। অপরদিকে দয়াও তাঁর শোয়ের মতো লুকেই দিয়েছেন। এসব দেখেই ‘সিআইডি’ প্রেমীরা জিজ্ঞেস করতে শুরু করে দেন, সত্যি সত্যিই এই শোয়ের নতুন সিজন আসছে কিনা?


একজন যেমন লিখেছেন, ‘‘সিআইডি’ আবার শুরু করুন। ফের নতুন এপিসোড দেখানো হোক স্যার’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘আবার ‘সিআইডি’ শুরু হোক। যদি সোনির সঙ্গে কোনও সমস্যা থাকে তাহলে অন্য কোনও চ্যানেলে দেখানো হোক’।

 

View this post on Instagram

 

A post shared by ghantaa (@ghantaa)


শিবাজি, দয়া, অনুপের এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চললেও তিন অভিনেতার কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। সত্যি সত্যিই ‘সিআইডি’ ফের শুরু হচ্ছে কিনা সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। তবে শো শুরু হোক বা না হোক, এত বছর পর ‘সিআইডি’ তারকাদের এক ফ্রেমে দেখে দর্শকরা যে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছেন সেকথা কিন্তু পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥