• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪৫ পেরিয়ে প্রেমে পড়লেন ‘লক্ষী কাকিমা’! সাদাকালো ফ্রেমের ভিডিওতে জানান দিলেন অপরাজিতা আঢ্য

Updated on:

Aparajita Adhya Shares new Reel Video of love

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। একাধিক সুপারহিট সিনেমা, জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। অপরাজিতা এমন একজন অভিনেত্রী যার ঠোঁটের কোণায় বরাবর হাসি লেগে থাকেছে। সদাহাস্যময় এই অভিনেরীকে প্রচণ্ড পছন্দ করেন দর্শকরাও।

নিজের দুর্দান্ত অভিনয়ের সৌজন্যে অপরাজিতার আদায় করে নিচ্ছেন একের পর এক দুর্দান্ত প্রোজেক্ট। অভিনেত্রীর হাতে রয়েছে ঠাসা কাজ। অভিনয়ের সঙ্গে এখন সঞ্চালনার কাজও করছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয় থাকেন অপরাজিতা। মাঝেমধ্যেই নিজের নানান ছবি, ভিডিও (video) শেয়ার করেন তিনি।

Aparajita Adhya, Aparajita Adhya Instagram post

কখনও নিজের ছবি, কখনও আবার রিল ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন অপরাজিতা। কখনও বোল্ড সাজে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। কখনও আবার তাঁকে দেখা যায় ক্যান্ডিড লুকে। তবে অভিনেত্রীর সাম্প্রতিক একটি পোস্ট দেখে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

একাকি বসে সাদা কালো ফ্রেমে ধরা দিয়েছেন অপরাজিতা। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘বহু মনরথ’ গানটি গান। সব মিলিয়ে অত্যন্ত ভিন্ন স্বাদের একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সঙ্গে আবার ক্যাপশনে দু’কলি কবিতাও লিখেছেন তিনি। উদাসি এই পোস্টের ক্যাপশনে পর্দার লক্ষ্মী কাকিমা লিখেছেন, ‘আরও প্রেম জমে, সাথে নোনা আলো, দ্বিধা দ্বন্দ্ব গুছিয়ে রাখি, একাকীত্বই ভালো’।

Aparajita Adhya, Aparajita Adhya Instagram post

অপরাজিতার এই পোস্ট দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, নতুন করে প্রেমে পড়লেন নাকি তিনি? টলি সুন্দরীর মিষ্টি এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর অনুরাগীরা একের পর এক লাইক-কমেন্ট করছেন এখানে।


অপরাজিতা এমন একজন অভিনেত্রী যিনি বরাবর বিতর্ক, গসিপ থেকে দূরে থাকতেই ভালোবাসেন। তাঁকে নিয়ে না কোনও জটিলতা রয়েছে, না কোনও বিতর্ক। অপরাজিতা মানেই যেন একরাশ ভালোবাসা। তবে তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহও বরাবর তুঙ্গে থাকে। তাঁর বেশিরভাগ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাঝেমধ্যে ধেয়ে আসে কুমন্তব্যও। তবে নেতিবাচকতাকে পাত্তা না দিয়ে আনন্দে থাকতেই পছন্দ করেন অপরাজিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥