২০২০ এর বিষাক্ত সময় কেড়ে নিয়েছে প্রিয় অভিনেতা ইরফান খান (Irrfan khan)-কেও। ২০১৮ সালের মার্চ মাস থেকেই কঠিন রোগে ভুগছিলেন তিনি। নিউরো এন্ডোক্রিন টিউমার বাসা বেঁধেছিল অভিনেতার শরীরে। তখন থেকেই একদিকে তীব্র শারিরীক যন্ত্রনার মধ্যেও অভিনয় করার জেদ আর লড়াই জারি রেখেছিলেন তিনি।
চিকিৎসার জন্য বেশকিছুদিন বন্ধ রাখতে হয়েছিল অভিনয়। বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েও শেষ রক্ষা হয়নি। চলতি বছরের ২৯ শে এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান। আজও সিনেমা প্রেমীদের কাছে ইরফান মানেই দক্ষ, উজ্জীবিত, টানটান অভিনয়ের অন্যতম উদাহরণ তিনি।
কিন্তু ওই যে কথায় আছেনা? মানিকের ক্ষনিকই থাকে৷ আরও কাজ দেখা বাকি ছিল অভিনেতার কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেছে। চলে গেছেন ইরফান খান৷ শুধু দর্শকদের দেখা বাকি থেকে গেছে তার শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়ানস'(The song of scorpions)।
নতুন বছর ২০২১-এই মুক্তি পেতে চলেছে তার এই ছবি। অনুপ সিংয়ের পরিচালনায় তৈরী এই ছবিতে রাজস্থানের প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে এক ‘স্করপিয়ান’ সঙ্গীতশিল্পীর কাহিনি। ইরফান ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি এবং প্রবীণ বলিউড অভিনেত্রী ওয়াহিদা রেহমানকে৷
IRRFAN'S LAST MOVIE… #Irrfan's last film – #TheSongOfScorpions – to release in 2021… Directed by Anup Singh… Presented by Panorama Spotlight and 70mm Talkies. pic.twitter.com/RHJzxNYbXl
— taran adarsh (@taran_adarsh) December 28, 2020
ইরফান খানের কেবল ভারতে নয়, সারা বিশ্ব জুড়েই রয়েছে বিশাল ফ্যানবেস। শুধু বলিউড নয়, টলিউড এবং হলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় ইরফান তার অভিনয় জীবন শুরু করার পর কেবল কঠোর পরিশ্রমই তাকে করে তুলেছে সকলের প্রিয় অভিনেতা।