• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জমবে খেলা! মহার্ঘ্যর জীবনে ‘সতীন’ কমলিকার এন্ট্রি হতেই জ্বলে পুড়ে যাচ্ছে ঝোড়া

Published on:

Ipsita Mukherjee entered as Kamalika in Star Jalsha’s Balijhor serial

সাম্প্রতিক অতীতে স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন ধারাবাহিক (Serial) শুরু হয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি সিরিয়ালই দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘বালিঝড়’ (Balijhor)। ঝোড়া (Jhora), মহার্ঘ্য (Maharghya), স্রোতরা খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছে, আদায় করে ফেলেছে ভালোবাসা।

‘বালিঝড়’এর নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই বাবার ইচ্ছায় স্রোতকে ছেড়ে মহার্ঘ্যর সঙ্গে সাত পাক ঘুরেছে ঝোড়া। যদিও সে মন থেকে এখনও এই বিয়ে মেনে পারেনি। তাই স্বাভাবিকভাবেই মহার্ঘ্যকেও এখনও স্বামীর মর্যাদা দিতে পারেনি সে। তবে বাংলা সিরিয়ালে একনিষ্ঠ দর্শকরা তো জানেনই, এখনও সিরিয়ালে আবার স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি না ঢুকলে ষোলো কলা পূর্ণ হয় না। ‘বালিঝড়’এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

Balijhor, Maharghya and Jhora

‘গুড্ডি’ থেকে শুরু করে ‘আলতা ফড়িং’ হয়ে ‘এক্কা দোক্কা’- এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এবার সেই তালিকারই নবতম সংযোজন হল ‘বালিঝড়’। শীঘ্রই মহার্ঘ্য এবং ঝোড়ার জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে কমলিকার (Kamalika) এন্ট্রি হচ্ছে। এতদিন শুধু এই নামটি শোনা গেলেও, ধারাবাহিকের আসন্ন পর্বে কমলিকার মুখোমুখি হবে ঝোড়া।

Balijhor, Kamalika, Jhora Maharghya and Kamalika

বিয়ে ঠিক হওয়ার পর থেকে ঝোড়া নানানভাবে মহার্ঘ্যকে অপমান করে। কিন্তু বিয়ের পর তাঁর সঙ্গে থাকতে থাকতে সে বুঝছে মহার্ঘ্য ছেলেটি খারাপ নয়। সেই জন্যই স্রোত যখন মহার্ঘ্যকে অপমান করছিল, রুখে দাঁড়ায় সে। তাই এবার স্বাভাবিকভাবেই কমলিকা, যে কিনা আবার মহার্ঘ্যকে ভালোবাসে, তাঁর এন্ট্রি হওয়ায় বেশ রুষ্টই হয়েছে ঝোড়া। প্রসঙ্গত উল্লেখ্য, এই কমলিকা চরিত্রে অভিনয় করছেন ‘ধুলোকণা’, ‘এক্কা দোক্কা’ খ্যাত ঈপ্সিতা মুখোপাধ্যায়।

Balijhor, Balijhor Kamalika, Kamalika, Ipsita Mukherjee

‘বালিঝড়’এর আসন্ন পর্বে দেখা যাবে, গ্রামে এসে মহার্ঘ্য এবং কমলিকাকে কথা বলতে দেখে ঝোড়া। আর তা দেখেই ইনসিকিওর হয়ে পড়ে সে। বারবার নিজের বিরক্তিও প্রকাশ করতে থাকে। ওদিকে আবার কমলিকা মার্জিত, বুদ্ধিমতী এবং দৃঢ়চেতা একজন মেয়ে। সে নিজের বুদ্ধির সঙ্গে ঝোড়ার যাবতীয় বিরক্তির সঠিক উত্তর দেয়। শোনা যাচ্ছে, কমলিকা মহার্ঘ্যকে প্রচণ্ড ভালোবাসে এবং সে নাকি মহার্ঘ্যর বাবার কাছেই মানুষ হয়েছে।

তবে এসবের মধ্যেই ঝোড়ার সঙ্গে তাঁর শ্বশুরমশাই অর্থাৎ মহার্ঘ্যর বাবার বেশ জমাটি বন্ধুত্ব হয়ে যায়। একেবারে বাবা মেয়ের মতো গল্প করতে থাকে তাঁরা। ধারাবাহিকের এই পর্ব দেখেই নেটিজেনদের অনুমান, তাহলে কি আস্তে আস্তে মহার্ঘ্যকেই ভালোবেসে ফেলছে ঝোড়া? দেখা যাক, এবার কোনদিকে মোড় নেয় ধারাবাহিকের গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥