• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত দামি কেক মুখে মেখে নষ্ট না করে গরীবদের খাওয়াতে পারতেন! জন্মদিন সেলিব্রেট করে ট্রোলড ইপ্সিতা

Published on:

ইপ্সিতা মুখোপাধ্যায়,জন্মদিন,অর্ণব ব্যানার্জি,ধুলোকণা,Ipshita Mukherjee,Arnab Banerjee,dhulokona,Ipshita Mukherjee birthday

বাংলা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় তথা চেনা মুখ অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। এক্কেবারে কিশোরী বয়স থেকেই তিনি টেলিভিশনে কাজ করছেন৷ তার প্রথম কাজ ‘সুবর্ণলতা’ ধারাবাহিক থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রীর অভিনয়। এই ধারাবাহিক দিয়েই তার পথচলা শুরু। প্রতিভাবান অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের ছোট বেলার চরিত্রে অভিনয় করেছিলেন ইপ্সিতা।

এরপর বেড়ে ওঠার সাথে সাথে বেশ কয়েকটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ‘আলো ছায়া’, ‘কেয়া পাতার নৌকা’, তবে বর্তমানে তিনি অভিনয় করছেন ‘ধুলোকণা’ ধারাবাহিকে৷

ইপ্সিতা মুখোপাধ্যায়,জন্মদিন,অর্ণব ব্যানার্জি,ধুলোকণা,Ipshita Mukherjee,Arnab Banerjee,dhulokona,Ipshita Mukherjee birthday

এদিকে গতকালকেই ছিল অভিনেত্রীর শুভ জন্মদিন। শ্যুটিং এর ফাঁকে তাই ছোট করেই বার্থডে গার্লকে একটা সারপ্রাইজ দিয়েছেন ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা৷ একেবারে সেটের ৮ থেকে ৮০ ই মেতেছিল ইপ্সিতার জন্মদিনে। উপস্থিত ছিলেন সাবিত্রী চ্যাটার্জি, মানালী দে, অনিন্দিতার মতো সহ অভিনেতারা। নিজের হাতে ইপ্সিতাকে কেক খাইয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি।

ইপ্সিতা মুখোপাধ্যায়,জন্মদিন,অর্ণব ব্যানার্জি,ধুলোকণা,Ipshita Mukherjee,Arnab Banerjee,dhulokona,Ipshita Mukherjee birthday

এরপর বাকি কেক ইপ্সিতার বন্ধু স্থানীয় সহ অভিনেতারা অভিনেত্রীর সুন্দর দুটি গালে মাখিয়ে দেন। আর এই ছবি ভিডিওর ঝলক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই অভিনেত্রীর উপর বেজায় চটেছেন একাংশের নেটিজেনরা৷ তাদের কারোর কারোর কতে এত দামি কেক মুখে মেখে নষ্ট না করে কোনও গরীব মানুষকে দিতে পারতেন।

প্রসঙ্গত, টলিপাড়ার সমস্ত গুঞ্জনকে সত্যি করে নিজেদের দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। এবছর শুরুতেই অর্থাৎ গত ২১ শে জানুয়ারি আইনি বিয়ে সেরেছেন অর্ণব ইপ্সিতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥