• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ছোট সুবর্ণলতা! সই করে বিয়ে সারলেন ইপ্সিতা অর্ণব, রইল ছবি

Published on:

ipshita mukherjee,arnab banerjee,subarnalata,alo chaya,wedding,ঈপ্সিতা মুখার্জী,অর্ণব ব্যানার্জী,আলোছায়া সুবর্ণলতা

টলিপাড়ার সমস্ত গুঞ্জনকে সত্যি করে নিজেদের দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। তবে শেষ কয়েকদিন চুটিয়েই প্রেম করেছেন ইপ্সিতা, অর্ণব। এমনকি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ওয়ানে এসেই নিজের প্রেমের কথা স্বীকার করেছিলেন ইপ্সিতা। তখনই অভিনেত্রী আভাস দিয়েছিলেন খুব শিগগিরই বিয়েও সারবেন তারা। কথা মতোই কাজ।

শনিবার রাতেই আইনি বিয়ে সেরেছেন অর্ণব ইপ্সিতা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একটি মাত্র ছবি শেয়ার করে ইপ্সিতা লিখেছেন, “মিস্টার এবং মিসেস ব্যানার্জি আপনাদের ভালোবাসা পাঠাচ্ছে”। এদিন ভরাট চিকনের কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন অর্ণব, আর ইপ্সিতার পরনে ছিল গোল্ডেন শাড়ি আর হালকা সোনার গয়না।

ipshita mukherjee,arnab banerjee,subarnalata,alo chaya,wedding,ঈপ্সিতা মুখার্জী,অর্ণব ব্যানার্জী,আলোছায়া সুবর্ণলতা

মাথায় খোঁপা আর তাতে ঠাঁসা রয়েছে ফুল। কপালে সিঁদূরের টিপ। রেজিস্ট্রির ছবি দিয়ে এদিন ইপ্সিতা হ্যাশট্যাগে জুড়েছেন এনগেজড ও ম্যারেড । এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স ভরে ওঠে নবদম্পতির জন্য শুভেচ্ছা বার্তায়। শ্রীময়ীতে দিঠির প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন অর্ণব, পর্দার নায়কের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন ঈশীও। গৌরব চক্রবর্তী থেকে শুরু করে অনিন্দিতা রায়চৌধুরী, মিসমী দাস, শুভেচ্ছাবার্তায় নতুন জুটিকে ভরিয়েছেন সবাই।

ipshita mukherjee,arnab banerjee,subarnalata,alo chaya,wedding,ঈপ্সিতা মুখার্জী,অর্ণব ব্যানার্জী,আলোছায়া সুবর্ণলতা

বর্তমানে ‘ আলতা ফড়িং ‘ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্ণব, ঈশিতাকে দেখা যাচ্ছে ধুলোকণা ধারাবাহিকে। প্রসঙ্গত, বেশ অনেক দিন হল আলোছায়া ধারাবাহিকটি শেষ হয়েছে। তবে আলোছায়া ধারাবাহিকটি কিন্তু দর্শকদের বেশ অনেক কিছুই উপহার দিয়ে গেছে। এই ধারাবাহিক থেকেই দর্শকরা উপহার পেয়েছে অনেকগুলি ভালো জুটি।

ipshita mukherjee,arnab banerjee,subarnalata,alo chaya,wedding,ঈপ্সিতা মুখার্জী,অর্ণব ব্যানার্জী,আলোছায়া সুবর্ণলতা

‘আলো-আকাশ’ জুটি এবং ‘ছায়া ও দীপজয়’ জুটি দর্শকদের বেশ মনে ধরেছিল। এই ধারাবাহিক করতে গিয়েই নিজের বাস্তব জীবনের মনের মানুষকে খুঁজে পেয়েছিলেন ‘আলো ছায়া’র নায়ক আকাশ ওরফে অর্ণব ব্যানার্জি। তিনি প্রেমে পড়েছিলেন ধারাবাহিকে তার বৌমমণি ইপ্সিতা মুখার্জির।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥