কথায় আছে ভগবান যখন দেয় ছাপ্পর ফেড়ে দেয়। এই যেমন মোহিতার সাথে হয়েছে। মোহিতা শর্মা গার্গ হলেন একজন আইপিএস অফিসের। কোন বানেগা কারোরপাতি শোতে জিতে কোটিপতি হয়েছেন মোহিতা। কোটিপতি হয়ে আনন্দে আত্মহারা মোহিতা। এতো বড় একটা রিয়ালিটি শোতে গিয়ে বিগ বি অমিতাভ বচ্চনের সামনা সামনি হওয়া। তারপর কেবিসি তে জিতে কোটপতি হওয়া সাথে সারা দেশের লোকের কাছে পরিচিত হয়ে পড়েন তিনি। এক কথায় ভাগ্যের চাকা ঘুরে জীবনতাই বদলে যায় মোহিতার।
কোটিপতি হয়েছেন বলে কথা, সেই খুশির রেশ কি আর চটজলদি চলে যায়! কোটিপতি হবার আনন্দ এখনো কাটেনি। তার মধ্যেই তিনি যে সত্যিই ভাগ্যবান তার একটি নিদর্শনের ছবি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। বাকি অনেকেই লোকেদের মত মোহিতা চাউমিন অর্থাৎ নুডলস খেতে বেশ ভালোবাসেন। আর চটজলদি নুডলস মানেই ম্যাগি। একে তো সস্তা তার ওপর খুবই অল্প সময়ে বিনা খাটনিতেই তৈরী করে নেওয়া যায় ম্যাগি। তাই মাগীর চাহিদা থেকে জনপ্রিয়তা দুটোই থাকে তুঙ্গে।
এদিন বাকি দিনের মতোই ম্যাগি খাবেন বলে দোকান থেকে ম্যাগি কিনে এনেছিলেন মোহিতা। সাধারণত ম্যাগির একটি প্যাকেটে একটি মশলা থাকে। কিন্তু মোহিতার ম্যাগির প্যাকেটে মিলেছে একটি টি নয় দুটি ম্যাগির প্যাকেট। এধরণের ঘটনা ঘটে নাবললেই চলে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুশি হয়েছেন মোহিত। তাই এই ঘটনার কথা সকলকে জানানোর জন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মোহিতা।
সোশ্যাল মিডিয়াতে ম্যাগির প্যাকেট ও দুটি মশলার ছবি শেয়ার করে মোহিত লিখেছেন, ‘কেবিসি জেতাতে পরে একটা ম্যাগির পকেটে দুটো মশলা! ভাবতেও পারিনি এতটা ভাগ্যবান হবে আমি। ভগবান আজ আমার ওপর সদয়’।
Just after winning #KBC12, got 2 masala sachets in 1 #maggi packet. Never thought would get so lucky.
God is kind today???? ????????????????
@GargRushal_IFS @SrBachchan @SonyTV @NestleIndia pic.twitter.com/9NMmbCJm2k— Mohita Sharma (@mohita_ips) November 17, 2020