• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১২০০০ ফুট উঁচু থেকে পরেও দিব্যি কাজ করছে ফোন! এই জন্যই বুঝি iPhone এত দামি! দেখুন ভাইরাল ভিডিও

Published on:

iPhone dropped from 12000 foot still works fine

আজকের দিনে প্রায় সকলের কাছেই মোবাইল ফোন রয়েছে। অবশ্য মোবাইল বললে ভুল হবে এখন অনেকের কাছেই রয়েছে স্মার্টফোন এমনকি iPhone পর্যন্ত ব্যবহার করেন অনেকেই। দিনের শুরুতেই চোখ খোলা থেকে শুরু করে রাতে শুতে যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গী হিসাবে সর্বদাই সাথে থাকে এই স্মার্টফোনের। আর এই স্মার্টফোনের যদি কিছু হয় তাহলে আতংকিত হয়ে পড়ি সকলেই। কোনো কারণে যদি হাত ফস্কে ফোনটা পরে যায় তাহলে তো রীতিমত বুকে ঢিপ ঢিপ শুরু হয়ে যায়।

ফোন  কমদামি হোক আর দামিই হোক হাত থেকে পড়তে দেখলেই বুক কেঁপে ওঠে। কারণ, পরে গিয়ে যদি ফোন খারাপ হয় তাহলে একেতো ফোন ছাড়া সময় কাটাতে হবে। তার উপর ফোনে থাকা ছবি থেকে শুরু করে দরকারি ডেটা অনেক সময় খোয়া যাবার ভয় থাকে। এবার একবার ভেবে দেখুন তো ফোনটা যদি হয় iPhone! তাহলে তো আর কোনো কথাই নেই! মাথায় হাত দিয়ে কাঁদতে বসতে হবে। এবার এমনি এক কাণ্ডের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

iPhone dropped from 12000 foot still works fine

হাত থেকে রাস্তায় নয়, একেবারে ১২০০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে সোজা নিচে পড়ে গেল iPhone টি। আসলে কোডি মাদ্র নামের এই ব্যক্তি স্কাইডাইভ করছিলেন। ১২০০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন কোডি, আর স্কাই ডাইভিংয়ের সময়েই তাঁর পকেট থেকে তাঁর iPhone টি বেরিয়ে যায়। কোডির সাথে তাঁর আরেক বন্ধুও স্কাই ডাইভ করছিলেন। তিনি তার ক্যামেরাতে কোডির পকেট থেকে iPhone টি বেরিয়ে পরে যাওয়ার দৃশ্যটি রেকর্ড করেছেন। এরপর ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে যা ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গিয়েছে।

iPhone dropped from 12000 foot still works fine

আশ্চর্যজনক ভাবে, ১২০০০ ফুট উঁচু থেকে নিচে পরেও কিন্তু কাজ করছিল ফোনটি। কোডি Find My iPhone এর মাধ্যমে ফোনটি খুঁজতে থাকেন। একসময় পেয়েও যান ফোনটি। আর ফোনটি হাতে নিয়েই অবাক হয়ে যান কোডি। ১২০০০ ফুট উঁচু থেকে পরেও দিব্যি কাজ করছে আইফোন। যদিও ফোনের স্ক্রিনটি ভেঙে গিয়েছে! তবে টাচ কাজ করছে ফোনটির। এর থেকেই বোঝা যায় যে আইফোনের এত কেন দাম! যে ফোন এতো উঁচু থেকে পরেও কাজ করে তার তো দাম হবেই।

 

View this post on Instagram

 

A post shared by @kodymadro

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥