• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুদ্ধিমান কাকের কান্ড দেখে তাজ্জব নেটিজেনরা! শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল ভিডিও

Published on:

প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিওর মধ্যে কিছু ভিডিও পুরোনো স্মৃতি উস্কে দেয়। সাথে প্রচুর হাসি মজার ভিডিও থাকে। এবার সোশ্যাল মেডীতে একটি এমন ভিডিও ভাইরাল হয়েছে যা সকলকেই ছোট  বেলায় পড়ে থাকা একটি সুন্দর গল্পেরই বাস্তব রূপ।

ছোট বেলায় বুদ্ধিমান কাকের গল্প নিশ্চই সবার জানা। তৃষ্ণার্ত এক কাক জলের খোঁজে ঘুরে বেড়াতে বেড়াতে এক জায়গায় কলসির ভেতরে জল দেখতে পেল। কিন্তু কলসির জল ছিল নিচের দিকে সেটি কাক খেতে পারছিলো না। তখন সেই বুদ্ধিমান কাকটি আশপাশ থেকে থেকে নুড়ি পাথর জোগাড় করে কলসিতে ফেলতে শুরু করে। এই ভাবে ধীরে ধীরে যখন নুড়ি দিয়ে কলসি অনেকটা ভর্তি হয়ে যায়, তখন কলসির জল ওপরে উঠে আসে। তখন তৃষ্ণার্ত কাকটি প্রাণ ভোরে জল খেয়ে সেখান থেকে উড়ে যায়।

ঠিক এই গল্পেরই বাস্তব রূপ ধরা পড়েছে ভাইরাল এই ভিডিওটিতে। একটি কাক জলের তেষ্টায় নুড়ি ফেলার কান্ডটাই ঘটাচ্ছে। তবে এবারে কোনো কলসি দেখা যায়নি। কলসির বদলে রয়েছে একটি জলের বোতল। কাকটি বোতল থেকে জল খেতে গেলে দেখে জল খানিকটা নিচে আছে। তখন বুদ্ধিম্যান কাকটি গল্পের মত রাস্তার ধরে পড়ে থাকা নুড়ি পাথর গুলি কুড়িয়ে বোতলের মধ্যে ফেলতে থাকে। যার ফলে জলটি ওপরে উঠে আসে আর কাকটি জল খেয়ে উড়ে যায়।

ছোট বেলার নীতিগল্পের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৭ লক্ষের বেশি দর্শক ভিডিওটি দেখেছেন। রইল বুদ্ধিমান কাকের সেই ভিডিওটিঃ

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥