• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জলের দরে বুক করুন গোটা সিনেমা হল! দুর্দান্ত অফার আনল INOX

লকডাউনের জেরে বহুদিন বন্ধ ছিল সিনেমা হল। আনলক পর্ব শুরু হলেও পর পর ৪টি আনলক পর্বে অনুমতি মেলেনি সিনেমা হল খোলার। আনলক ৫ পর্বে অনুমতি মিলেছে সিনেমা হল খোলার। মানুষ রীতিমত ভুলেই গিয়েছে শেষ সিনেমা হলে কবে গিয়েছিল। কিছু মানুষ সিনেমা হল খোলার পর হয়তো যেতে চাইছেন, কিন্তু চারপাশের পরিস্থিতি দেখে সাহস পাচ্ছেন না। কারণ করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তা অনেকেরই ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবে এবার সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে সুখবর! মাল্টিপ্লেক্স INOX একটি বিশেষ অফার এনেছে যেটা শুনে সিনেমা প্রেমীরা সত্যিই খুশি হবেন। আসলে INOX এবার প্রাইভেট স্ক্রীনিং এর সুযোগ দিচ্ছে তাদের সমস্ত সিনেমা হল গুলিতে। এবার অনেকে বলবেন এ তো আগেও করা যেত কিছু হলে। কিন্তু অনেকেই বলবেন সে তো অনেক খরচ, এখানেই এই নতুন অফারের বিশেষত্ব। INOX প্রাইভেট স্ক্রীনিং এর ব্যবস্থা করেছে একেবারে জলের দরে। ঠিকই শুনেছেন! কারণ এবার আপনি চাইলেই প্রাইভেট স্ক্রীনিং করতে পারবেন মাত্র ২৯৯৯ টাকায়।

   

আর এই প্রাইভেট স্ক্রীনিং এ শুধু মাত্র আপনি ও আপনার পরিবার পরিজনদদের নিয়ে সিনেমা দেখতে পারবেন। অন্য কোনো দর্শকের উপস্থিতি থাকবেনা। এমনকি আপনি চাইলে নতুন পুরোনো যে কোনো সিনেমা উপভোগ করতে পারেন। ইচ্ছে হলে আপনার পছন্দের তারিখ ও সময় মত বুক করে নিন প্রাইভেট স্ক্রীনিং। একেবারে আপনার ইচ্ছেমতোই হবে সমস্ত কিছু তও মাত্র ২৯৯৯ টাকায়। সাথে যথাযথ স্যানিটিজেশন, থার্মাল স্ক্রীনিং, সামাজিক দূরত্ববিধি ইত্যাদির জন্য প্রস্তুত INOX।

আসলে করোনা পরবর্তী সময়ে মানুষকে সিনেমা হাল মুখী করতেই এই প্রচেষ্টা। এবিষয়ে INOX এর মার্কেটিং চিফ অফিসার বলেন। ‘দশকের পর দশক ধরে সিনেমা মানুষের মনে প্রশান্তি এনেছে। মহামারী ও তার পরবর্তী সময়েও এই ধারা অব্যাহত থাকবে। মানুষ যাতে আবার সিনেমাকে উপভোগ করতে পারে তার জন্য আমরা সর্বদায় চেষ্টা করে যাবো।

site