বাঙালির কাছে গোয়েন্দাগল্প চিরকালই একটা আলাদা আকর্ষণের বিষয়। কিরীটি, ব্যোমকেশ থেকে শুরু করে প্রচুর গোয়েন্দার সৃষ্টি হয়েছে বাংলা সাহিত্যে। তবে হ্যাঁ ‘ফেলুদা (feluda)’ চরিত্রের গোয়েন্দা গল্পের জনপ্রিয়তা প্রচুর। সত্যি বলতে ফেলুদার জনপ্রিয় যেন বাকি গোয়েন্দাগল্পগুলিকে খানিক ফিকে করে দেয়। বহু যুগ কেটে গেলেও এতটুকু আকর্ষণ কমেনি বাঙালির ফেলুদার প্রতি। বাংলার বিখ্যাত পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে বারবার বড়পর্দায় দেখা গিয়েছে ফেলুদাকে।
প্রাথমিকভাবে ফেলুদার সৌমিত্র চট্টোপাধ্যায়কেই ফেলুদা হিসাবে মনে গেঁথে নিয়েছে বাঙালি। তবে সব্যসাচী চক্রবর্তিকেও বহুবার ফেলুদা চরিত্রে দেখা গিয়েছে। তার অভিনয় বেশ প্রশংসনীয় ও বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। শেষবার পর্দায় ফেলুদা হিসাবে দেখা গিয়েছিলো টোটা রায়চৌধুরীকে। ওটিটি প্লাটফর্মে সৃজিত মুখার্জীর পরিচালিত ‘ফেলুদা’ ওয়েব সিরিজের প্রথম সিজেনে ফেলুদা চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছেন টোটা রায়চৌধুরী।
এবার ফের বড়পর্দায় হাজির হতে চলেছে ফেলুদা, নেপথ্যে পরিচালক সন্দীপ রায় (sandip ray)। ২০২১ বছরটা মহামারীর কারণে এক অভিশপ্ত বছর হলেও এই সালটির একটি মাহাত্ম রয়েছে সেটি হল সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তাই সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসাবেই ফেলুদা ও শঙ্কুকে নিয়ে আবারো একটি ছবি করতে চান সন্দীপ রায়।
নতুন ছবির জন্য ইতিমধ্যেই প্লানিং সেরে ফেলেছেন পরিচালক। তবে কাকে দেখা যাবে ফেলুদার চরিত্রে সেই নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে দর্শকদের মনে। গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন ফেলুদার চরিত্রে দেখা মিলতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তর (indranil sengupta)। গত বছরেই সম্ভবত স্ক্রিন টেস্ট নেওয়া হয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে হয়তো এবছরেই জোর কদমে কাজ চলত। বা হয়তো দর্শকরা এক নতুন ফেলুদাকে দেখতে পেতেন পর্দায়।
ইন্দ্রনীল সেনগুপ্তকে এর আগে ‘আসছে আবার শবর’ ছবিতে বিজয় চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়াও কিরীটি রায়ের ভূমিকাতেও দেখা গিয়েছে ইন্দ্রানীলকে। অভিনেতার মধ্যে ফেলুদা চরিত্রে অভিনয়ের যোগ্যতা রয়েছে তো বটেই। সাথে রয়েছে ফেলুদা চরিত্রের সাথে কিছু বৈশিষ্ট্যের মিল। উচ্চতায় ছ ফুট, গম্ভীর গলার স্বর সহ পেটানো চেহারা একেবারে মানান সই। তবে, এতো আলোচনার পুরোটাই কিন্তু অনুমান মাত্র। কারণ এপর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হয়নি যে কে অভিনয় করতে চলেছেন ফেলুদার চরিত্রে! এখন সেই ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে দর্শকেরা।