বিনোদনমূলক চ্যানেলগুলিতে একের পর এক চলতে থাকে সিরিয়ালের দাপট। তবেই একথা ঠিকই রোজ রোজ একঘেয়ে সিরিয়াল দেখতে ভালো লাগে না কারোরই। তাই এখন সিরিয়ালের ফাঁকেই বিনোদমূলক চ্যানেলগুলোতে আয়োজন করা হয়ে থাকে ভিন্ন ধরনের সব রিয়েলিটি শো। জি বাংলার এমনই একটি জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো হল ‘জি বাংলার রান্নাঘর’।
বহুদিন ধরেই এই জনপ্রিয় রিয়ালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলার জনপ্রিয় সঞ্চালিকা তথা রান্নাঘরের রানী সুদিপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। এই শোতে সাধারণ মানুষদেরকে সে পাশাপাশি মাঝে মাঝে মধ্যে এসে হাজির হন বাংলার জনপ্রিয় সব সেলিব্রেটিরা। সম্প্রতি তেমনই একটি এপিসোড এসে হাজির হ্প্য়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)।
যদিও জী বাংলা দর্শকদের কাছে তিনি গোয়েন্দা গিন্নি নামেই অনেক বেশি পরিচিত তিনি। সদ্য মুক্তি পেয়েছে ইন্দ্রানী হালদার অভিনীত ‘কুলের আচার’ সিনেমা। বর্তমানে এই সিনেমার প্রচারের কাজেই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তাই নিজের এই সিনেমা প্রচারের উদ্দেশ্যেই জি বাংলার রান্নাঘরে এসেছিলেন নায়িকা।
এমনিতে সারা বছরে এই শোতে বাংলার দর্শকদের জন্য থাকতে থাকে বিভিন্ন দেশ-বিদেশি বিভিন্ন পদের রান্নার রেসিপি। তবে সম্প্রতি এই শোতে শুরু হয়েছে ব্রেকফাস্ট পর্ব। সেখানে নিত্য নতুন ব্রেকফাস্ট রান্না করার রেসিপি শেখানো হচ্ছে দর্শকদের। সম্প্রতি এমনই একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। এই শোতে এসে তিনি রান্না করেছেন ‘চিকেন রহস্য’।
এই নামের সাথেই ব্যাপক মিল রয়েছে ইন্দ্রানী হালদার অভিনীত জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘গোয়েন্দা গিন্নি’র। এই সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই বেশি যে সিরিয়াল শেষ হয়ে গেল এখনও দর্শকরা ভীষণ মিস করেন এই গোয়েন্দা গিন্নিকে।এবার জি বাংলার রান্নাঘরে এসে চিকেন রহস্য (Chiken Rohosyo) বানিয়ে নেটিজেনদের সেই পুরোনো স্মৃতিকে উস্কে দিয়েছেন অভিনেত্রী।আসলে এই রেসিপির নামের মধ্যেই রয়েছে একটা বিশেষ রহস্য। সে কথা রান্না শুরুর আগেই দর্শকদের জানিয়েছেন অভিনেত্রী।
সেই রহস্যটাই তিনি দর্শকদের খুঁজে বের করতে বলেছেন। কিন্তু রহস্য খোঁজার আগেই নেট পাড়ায় শুরু হয়েছে হাসাহাসি। কারণ দর্শকরা লক্ষ্য করেছেন রেসিপির প্রমো ভিডিওর অংশে শুরু থেকে শেষ পর্যন্ত এক ফোটা নুনের ব্যবহার করেননি অভিনেত্রী। তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং (Trolling)। তাছাড়া মুখে জগন্নাথ দেবের নাম নিয়ে ব্রেকফাস্ট বানানোর কথা বলে অভিনেত্রী চিকেন ডামস্টিক দিয়ে ‘চিকেন রহস্য’ বানিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। তাতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিও।