• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০-শে পা দিলেন এভারগ্রীণ ইন্দ্রাণী! ডিঙ্কাকে সঙ্গে নিয়েই কেক কাটলেন ‘শ্রীময়ী’

Published on:

ইন্দ্রাণী হালদার Indrani Halder Shreemoyi

একসময়ের টলিউড (Tollywood) এর জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ( Indrani Halder) এখন ছোটপর্দাতেও দর্শকদের মন জিতে নিয়েছেন শ্রীময়ী (Shreemoyi) এবং গোয়েন্দা গিন্নির (Goyenda Ginni) দৌলতে। দেখতে দেখতে গত ৬ই জানুয়ারি ৫০ এর কোঠায় পা দিয়ে ফেললেন অভিনেত্রী। কিন্তু বয়স বাড়লেও জেল্লা বিন্দু মাত্র কমেনি তার, না ভাটা পড়েছে তার এনার্জিতে।

ইন্দ্রাণী হালদার Indrani Halder Shreemoyi

অন্যান্য বার জন্মদিনে HIV- positive ছেলে মেয়ে অথবা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গেই মেতে থাকেন ইন্দ্রাণী হালদার। কিন্তু এবার আর শ্যুটিং এর চাপে বাইরে যেতে পারেননি অভিনেত্রী। তাই শ্রীময়ীর সেটেই কেক কাটলেন ইন্দ্রাণী হালদার।

ইন্দ্রাণী হালদার Indrani Halder Shreemoyi

শ্রীময়ী টিমের সবাইমিলে ৫০ তম জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দেন এই সুন্দরী অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। তবে সকলে উপস্থিত থাকলেও রোহিত সেন বা জুন আন্টিকে ক্যামেরার সামনে দেখা যায়নি। তবে অনস্ক্রিনে কেক কাটার সময় ছেলে ডিঙ্কা পাশেই ছিলেন অভিনেত্রীর। এমনকি অভিনেত্রী অনস্ক্রিনে ছেলেকে কেক কেটে খাওতেও দেখা যায়।

ইন্দ্রাণী হালদার Indrani Halder Shreemoyi

ইন্দ্রাণী সেন তার স্কুলজীবন কাটান করেন মাল্টিপারপোস গার্লস স্কুলে এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন যোগময় দেবী কলেজ থেকে, যেটিকলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তারপর থাঙ্কুমনি কুট্টি’র কাছে ক্লাসিকাল নৃত্য শেখেন অভিনেত্রী। প্রযোজক অমরেন্দ্র ঘোষের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি সঞ্জীব দাসগুপ্তের বিপরীতে দহন –এ অভিনয় করেন। কিন্তু পরে তিনি একজন বিমান চালককে বিয়ে করেন। অভিনয়ে তার অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে, তেরো পার্বণ সিরিয়াল থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥