• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে মা হওয়া হল না’! আফসোস সিরিয়ালের ‘শ্রীময়ী’ তথা ইন্দ্রানী হালদারের

শ্রীময়ী (Sreemoyee) সিরিয়ালের জেরে বাঙালি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। প্রায় দুবছর ধরে ৮০০ এরও বেশি পর্ব রয়েছে সিরিয়ালের। তবে গতবছর শেষ  হয়ে গিয়েছে ষ্টার জলসার এই মেগা সিরিয়াল। সিরিয়াল শেষ হলেও রেশ কাটেনি, নেটপাড়ায় শ্রীময়ী অভিনেত্রীকে নিয়ে ভক্তদের মধ্যে চর্চা লেগেই রয়েছে। এখনো শ্রীময়ী রোহিত সেনের ছবি ভাইরাল হয়ে পরে ফেসবুকের গ্রূপগুলিতে।

তবে সম্প্রতি শ্রীময়ী অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি পুরোনো সাক্ষাৎকারের (interview) ভিডিওতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। যেখানে নিজের ব্যক্তিগত জীবনের অনেক কথাই বলতে দেখা গেল অভিনেত্রীকে। ভিডিওটি শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসার টক শোয়ের। সেখানে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। হাসি মজা আড্ডার মাঝে প্রশ্ন উত্তর পর্বে তাঁর জীবনের অনেক অজানা কথা সামনে আসে।

   

Indrani Haldar

অনুষ্ঠানে শাশ্বত চট্টোপাধ্যায় প্রথমেই ইন্দ্রানী হালদারকে প্রশ্ন করেন, স্ত্রী হিসাবে নিজেকে কত নাম্বার দেবে? যার উত্তরে অভিনেত্রী বলেন শূন্য। এরপর তিনি বলতে থাকেন, স্ত্রী হিসাবে যে কর্তব্য থাকে  সেগুলোর কোনোটাই ভালোভাবে পালন করতে পারি না। ক্যামেরা আর শুটিং নিয়েই ব্যস্ততার মাঝে কেটে যায় সময়। তবে হ্যাঁ  যতটা সম্ভব হয় চেষ্টা করি।

এরপর নিজের ব্যক্তিগত আফসোসের কথা বলেন অভিনেত্রী। ইন্দ্রানী হালদার বলেন, ‘একটা জিনিস যেটা আমি করতে পারিনি যার জন্য আমার আফসোস হয়। আমার আজ খোলা মনে এটা বলতে কোনো আপত্তি নেই। শুধু কেরিয়ার আর কাজ করতে করতে সন্তানের জন্ম দেওয়া হল না। এটা আমার ও ভাস্করের আফসোস’।

Indrani HalderIndrani Halder Interview with Saswata Chatterjee shares regreat in pursuit of carrier unable to became mother

এরপর তিনি আরও বলেন, ‘একসময় বাচ্চার জন্য  চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তাই আমার মনে হয় স্ত্রী হিসাবে বাবা হওয়ার সুখটা স্বামীকে দিতে পারিনি। বলেছিলাম সন্তান দত্তক নেবার জন্য তাতে রাজি হয়ই স্বামী। এটা আমি ওকে দিতে পারতাম কিন্তু আমি অক্ষম হয়েছি। তবে সন্তান না হওয়ার কারণে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনোরকম সমস্যা হয়নি’।

তবে শেষে শাশ্বত বলেন সন্তানের জন্ম না দিতে পারলেও ইন্দ্রানী হালদার কিন্তু গোটা ইন্ডাস্ট্রির মামণি। এই শুনে হেসে ফেলেন অভিনেত্রী। আর বলেন, সন্তানের জন্ম না দিলেও আমার অনেক সন্তান রয়েছে। পুরোনো দিনের এই সাক্ষাৎকারের ভিডিও বর্তমানে আবারও  মন জিতেছে শ্রীময়ী ফ্যানেদের।