• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়স্কদের জন্য কেউ ভাবে না! ‘বৃদ্ধাশ্রম খুলতে চাই’, জানালেন ‘শ্রীময়ী’ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত নামী একজন অভিনেত্রী (Actress) হলেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। বড়পর্দা থেকে ছোটপর্দা- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। একাধিক সুপারহিট সিনেমা, জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নিজের অভিনয় গুণেই জয় করেছেন হাজার হাজার মানুষের মন। সম্প্রতি এই অভিনেত্রীই নিজের একটি ইচ্ছার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিলেন।

ইন্দ্রাণীর কেরিয়ার শুরু টেলিভিশনের মাধ্যমে। একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘তেরো পার্বণ’এর হাত ধরে বিনোদন দুনিয়ার পা রেখেছিলেন তিনি। ব্যস, এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। শুধুমাত্র বাংলা টেলি দুনিয়া এবং টলিউডই নয়, ইন্দ্রাণী কাজ করেছেন মুম্বইয়েও। হিন্দি টেলি দুনিয়ারও পরিচিত মুখ বাংলার ‘শ্রীময়ী’।

   

Indrani Halder, Indrani Halder old age home

তবে এত কিছুর মাঝেও ইন্দ্রাণীকে এখনও একটি দুঃখ তাড়া করে বেড়ায়। আর সেই দুঃখ হল মা হতে না পারার। পর্দার ‘শ্রীময়ী’ নিজেই একবার জানিয়েছিলেন, কাজ এবং সাফল্যের পিছনে ছুটতে গিয়ে সন্তানের মুখ দেখা হয়নি তাঁর। সম্প্রতি এক স্টেজ শোয়ে গিয়ে ফের এই বিষয়ে মুখ খোলেন তিনি।

মাইক্রোফোন হাতে মঞ্চে উঠে ইন্দ্রাণী নিজের মনের কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন। অভিনেত্রী বলেন, তিনি নিঃসন্তান। একদিন না একদিন ঠিক তাঁর জীবনে বার্ধক্য আসছে। তাই মাঝেমধ্যেই ইন্দ্রাণী চিন্তা করেন, বয়স হয়ে যাওয়ার পর কে দেখবে তাঁকে! চিরকাল আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছেন তিনি। জীবনের শেষ মুহূর্ত অবধি তিনি সেভাবেই থাকতে চান।

Indrani Halder, Indrani Halder old age home

তবে একা নন, ইন্দ্রাণী চান প্রত্যেক অসহায় বৃদ্ধ-বৃদ্ধাই যেন জীবনের শেষ দিন অবধি মাথা উঁচু করতে বাঁচতে পারেন। আর ঠিক সেই কারণে ইন্দ্রাণী একটি বৃদ্ধাশ্রম (Old age home) তৈরি করতে চান। অভিনেত্রীর ইচ্ছা, তাঁর এই বৃদ্ধাশ্রমে থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছু বিনামূল্যে হবে। তাঁর তৈরি বৃদ্ধাশ্রমে সকল বৃদ্ধ-বৃদ্ধা নিশ্চিন্তে, মাথা উঁচু করে বাঁচবেন।

‘শ্রীময়ী’ অভিনেত্রী এও জানান, তিনি অনাথ আশ্রম খুলতে চান না। কারণ অনাথ শিশুদের জন্য এখন অনেক কাজ হচ্ছে। কিন্তু বেশিরভাগ বৃদ্ধাশ্রমে থাকা-খাওয়ারজন্য অনেক টাকা নেওয়া হয়। সেই জন্য বয়স্ক মানুষদের জন্য তিনি এমন একটি বৃদ্ধাশ্রম খুলতে চান যেখানে এই সমস্যা থাকবে না।

site