• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ হয়েছে শ্রীময়ী, হাতে নেই কাজ, টাকার জন্য ‘ভুয়ো ওষুধের’ বিজ্ঞাপন করছেন ইন্দ্রানী হালদার!

Published on:

Indrani Halder,Fraud Medicine,TV Advertisement,Indrani Halder tv advertisement,sreemoyee,ইন্দ্রানী হালদার,মিথ্যে ওষুধ,টিভি অ্যাড,বিজ্ঞাপন,শ্রীময়ী

টলিউড তথা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। ষ্টার জলসার মেগা সিরিয়াল ‘শ্রীময়ী’ (Sreemoyee) এর জেরে সকলের কাছ দেবেশ পরিচিত অভিনেত্রী। তবে সিরিয়ালটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সিরিয়াল শেষ হয়ে গেলে আর নতুন কোনো সিরিয়ালে দেখা যায়নি তাকে। অভিনয়ের দৌলতে জনপ্রিয় হয়ে অনেকেই বিজ্ঞাপনে কাজ করেন। আসলে বিজ্ঞাপনের থেকেও বেশ ভালো টাকা উপার্জন হয়ে থাকে তারকাদের।

দর্শকদের প্রিয় তারকারা যদি কোনো দ্রব্যের বিজ্ঞাপন দেয় তাহলে সেটা কেনার ইচ্ছা আরও বেড়ে যায়। অনেক সময় আদৌ জিনিস ভালো না খারাপ সেসব পরোয়া না করেই পছন্দের তারকার বিজ্ঞাপন দেওয়া জিনিস কিনে নেন অনেকেই। সম্প্রতি শ্রীময়ী অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি  বিজ্ঞাপনী ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে।

Indrani Haldar

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অবশ্য ইন্দ্রানী হালদার প্রথম নন। এর আগেও অনেকেই এমন একটা কান্ড করে হেনস্থা ও অপমানের শিকার হয়েছেন। একসময় বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘হনুমান চল্লিশা’ এর বিজ্ঞাপন করতে দেখা  গিয়েছিল। যে কারণে নেটপাড়া তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। এবার একই অবস্থা হচ্ছে ইন্দ্রানী হালদারের সাথেও।

Indrani Halder,Fraud Medicine,TV Advertisement,Indrani Halder tv advertisement,sreemoyee,ইন্দ্রানী হালদার,মিথ্যে ওষুধ,টিভি অ্যাড,বিজ্ঞাপন,শ্রীময়ী

 

যে বিজ্ঞাপনী ভিডিওটিকে ঘিরে  সমালোচনা সেটি বেশ পুরোনো। ভিডিওতে ব্যাথার ওষুধের বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। বিজ্ঞাপনে উক্ত সংস্থার দাবি হাটু থেকে জয়েন্টের ব্যাথার ক্ষেত্রে এই ওষুধ ব্যাপক কার্যকর। যদিও এমন ধরণের ওষুধ ডাক্তার দেখিয়ে খাওয়া একেবারেই উচিত নয়। এই ওষুধের থেকে পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে।

বিজ্ঞাপনী এই ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়ে যাবার পর নেটিজেনরা একপ্রকার ক্ষুদ্ধ হয়েছেন শ্রীময়ী অভিনেত্রীর ওপর। অনেকেই টাকার জন্য এমন একটা অবিবেচকের মত কাজ করার নিন্দা করেছেন। এক নেটিজেনদের মতে, এই ধরণের সামগ্রী প্রচার করলে গ্রাহকদের ক্ষতি হতে পারে। যদি কিছু হয় তাহলে কি সেই দায় নেবেন অভিনেত্রী!

প্রসঙ্গত, সিরিয়ালের কাজ শেষ হওয়ার আপাতত কর্মবিরতিতে রয়েছেন ইন্দ্রানী হালদার। আর এমনটা মোটেই নয় যে কাজ নেই অভিনেত্রীর হাতে। ইতিমধ্যেই মৈনাক ভৌমিকের  ‘কুলের আচার’ ছবির জন্য অফার পেয়ে গিয়েছেন তিনি। ছবিতে শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥