বাংলা টেলিভিশনের পর্দা এখন সিরিয়ালের পাশাপাশি বাড়ছে নন-ফিকশন রিয়েলিটি শো (Non Fiction Show) এর চাহিদা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে বিনোদনমূলক চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন নন-ফিকশন রিয়েলিটি শো। এই তালিকায় জি বাংলার নতুন সংযোজন ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। এই শো-এর হাত ধরে স্টার জলসার শ্রীময়ীর পর আরো একবার ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)।
তবে এবার আর অভিনয় নয় তিনি কামব্যাক করেছেন সঞ্চালনায়। একেবারে ভিন্ন স্বাদের এই নন ফিকশন শোতে সাধারন মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি প্রত্যেকের বাড়ি বাড়ি জি বাংলার টিমসহ পৌঁছে যান খোদ সঞ্চালিকা ইন্দ্রানী হালদার। সেখানে গিয়ে সেই বাড়ির পরিবারের সদস্যদের সাথে নানান মজার খেলায় মেতে ওঠার পাশাপাশি তুলে দেন নানা ধরনের উপহার।
আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। দীর্ঘ ১৭ বছরের পথচলা শেষ করে ইতিমধ্যেই টিভির পর্দায় শেষ হয়েছে সুদীপা চ্যাটার্জী সঞ্চালিত জনপ্রিয় কুকারী শো জি বাংলার রান্নাঘর। আজকের দিনে ইন্দ্রানী হালদার পৌঁছেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) কলকাতার ফ্ল্যাটে। সেখানেই অভিনেত্রীর বাবা-মা, দাদা-বৌদির সাথে নানা রকম মজার খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে সঞ্চালিকাকে।
সেই পর্বের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন শ্রুতি। এদিন ইন্দ্রানী হালদারের জন্য শ্রুতির বাবা কাটোয়া থেকে এনেছিলেন নতুন গুড়ের রসগোল্লা। এদিনের অনুষ্ঠানের এক গুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন তার কাছের মানুষদের নিয়ে আজ তিনি হাজির হবেন জি বাংলায়।
সেইসাথে শ্রুতি লিখেছেন ‘মামনি দি’কে এতো কাছ থেকে পাওয়া একপ্রকার ভাগ্য। ওনাকে আমার শহর কাটোয়ার নলেন গুড়ের রসোগোল্লা খাওয়ানো আর এক ভাগ্য। দাদা আর বোন্দিকে নিয়ে প্রথমবার এমন নিখাদ আড্ডায় সবটা আরও জমজমাট’। সবশেষে শ্রুতি মা বাবা আর তার নিজের মনের এতো জমানো কথা আরও একবার জনসমক্ষে বলার সুযোগ করে দেওয়ার জন্য জি বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন।