• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেরিয়ারের প্রথমে প্রযোজকের হাতে ধর্ষিত হতে হতে বাঁচেন! কঠিন সময় নিয়ে বিস্ফোরক ইন্দ্রাণী হালদার

Indrani Haldar,Sreemoye,Bengali serial,Casting couch,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,ইন্দ্রাণী হালদার,শ্রীময়ী,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

টলিউডের সিনিয়র অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। গত কয়েক দশক ধরেই তিনি দর্শকদের উপহার দিয়ে এসেছেন একাধিক সুপারহিট সিনেমা ,সিরিয়াল। টলিউডের অন্দরে নোংরামির পরিচয় এর আগেও আমরা বহু অভিনেত্রীর মুখেই শুনেছি। এবার এই বিষয়ে মুখ খুললেন পর্দার ‘গোয়েন্দা গিন্নি ‘, গত কয়েকদিনে লাগাতার মৃত্যু হয়েছে টলিউডের ফুটফুটে সব অভিনেত্রীদের। যার জেরে টলিউড নিয়ে চর্চা বা সমালোচনা কোনোটাই থামার নাম করছেনা । যার জেরে রীতিমতো তোলপার নেটপাড়া দুনিয়া থেকে শুরু করে সমগ্র বিনোদন জগৎ। এই আবহেই এবার টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইন্দ্রানী হালদার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ইন্দ্রানী হালদার প্রকাশ্যেই মন্তব্য করতে শুরু করেন তিনজন তরুণ অভিনেত্রীদের আকস্মিক মৃত্যু কে নিয়ে।  তার বক্তব্যে সর্বাগ্রে উঠে এসেছে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম। তার হঠাৎ মৃত্যু কার্যত নাড়িয়ে দিয়ে গিয়েছিল গোটা বিনোদন জগৎকেই। কারন সুশান্তের সেই অস্বাভাবিক মৃত্যু রহস্য আজও অধরাই থেকে গিয়েছে। অভিনেতা অভিনেত্রীদের এই আকস্মিক আত্মঘাতী হওয়ার ঘটনাকে খেলার চলে দেখতে নারাজ ইন্দ্রানী।

Indrani Haldar,Sreemoye,Bengali serial,Casting couch,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,ইন্দ্রাণী হালদার,শ্রীময়ী,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

তাই কেরিয়ারের শুরুতে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাকে জনসমক্ষে তুলে ধরলেন পর্দার শ্রীময়ী। তার কথায় , তিনি এই অভিনয় জগতে রয়েছেন ৩৬ বছরের বেশি সময় ধরে। স্বভাবতই তিনি যেভাবে ইন্ডাস্ট্রিকে দেখেছেন সেভাবে অনেকেই দেখেননি।  দশ গুন্ সবই তার নখদর্পণে। তার প্রথম অভিনয় 1986 সালে। সেই থেকে আজ পর্যন্তঅসংখ্য  সংগ্রাম করতে হয়েছে তাকে।  তার প্রথম ছবির জন্য এক পাঁচতারা নামজাদা হোটেলে রাখা হয়েছিল তাকে। সেই হোটেলেই তার সাথে দেখা করতে আসেনা ছবির প্রযোজক।

Indrani Haldar,Sreemoye,Bengali serial,Casting couch,Tollywood film industry,Tollywood actress,Tollywood,Entertainment,ইন্দ্রাণী হালদার,শ্রীময়ী,বাংলা ধারাবাহিক,টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি,টলিউড অভিনেত্রী,টলিউড,বিনোদন

আর এরপরের ঘটনাটুকু আজও ভুলতে পারেন না অভিনেত্রী। সিনেমার সেই প্রযোজক বলিউড সিনেমার লালসা দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। সেদিন কেবল নিজের সাহসের জোরেই ওই ঘটনা কাটিয়ে উঠতে সক্ষম হন অভিনেত্রী। তবে পরবর্তী সময়ে অভিনেত্রী সফলতা পেলেও সেই প্রযোজকে আর সামনে আসার সুযোগ দেননি অভিনেত্রী। এরপরেই ইন্দ্রানী জানান , এত কঠিন পরিস্তির পরেও কখনো আত্মহত্যার কথা ভাবেননি তিনি।  সংগ্রাম করতে হবে, তবেই তার মধ্যে দিয়ে সফলতা অর্জন করা যাবে, এই ধারনাতেই বিশ্বাসী তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥