• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা নিয়ে মাচা করতে লজ্জা কিসের আমার তো গর্ব হয়! বিস্ফোরক ইন্দ্রানী হালদার

টলিউড (Tollywood)ও কিংবা বলিউড বিনোদন জগতের সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের কাছে ফিল্মি দুনিয়া মানেই ঝাঁচকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড। তবে একথা ঠিক নাম,যশ খ্যাতিতে মোড়া গ্ল্যামার ওয়ার্ল্ডের আকর্ষণ উপেক্ষা করার ক্ষমতা নেই কারও। প্রসঙ্গত সারাক্ষণ ক্যামেরার সামনে অভিনয় করতে হয় বলে কিন্তু  নায়ক নায়িকাদের জীবনেও স্ট্রাগলের কমতি নেই।

নতুন অভিনেত্রী থেকে অভিজ্ঞতা সম্পন্ন জনপ্রিয় নায়িকা হয়ে ওঠার পেছনেও তাদের লড়াই থাকে অনেকখানি। বাংলা ইন্ডাস্ট্রির এমনই একজন দাপুটে অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Haldar)।  দীর্ঘ অভিনয় জীবনে বাংলার দর্শকদের তিনি উপহার দিয়েছেন একাধিক সিনেমা।  তবে শুধু সিনেমা নয় সেই সাথে অভিনেত্রীকে দেখা গিয়েছে একাধিক সিরিয়াল, আর ওয়েব সিরিজেও। তবে বহুদিন পর আবার বড় পর্দায় অভিনেত্রী হিসেবে কামব্যাক করছেন ইন্দ্রানী।

   

টলিউড,Tollywood,ইন্দ্রানী হালদার,Indrani Haldar,মাচা শো,Macha Show,কুলের আচার,Kuler Achar

যদিও ছোট পর্দার দর্শকদের কারো কাছে গোয়েন্দা গিন্নি তো কারও কাছে তিনি শ্রীময়ী। এইভাবেই দিনের পর দিন দর্শকদের থেকে ভালোবাসা পেয়ে আছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘কুলের আচার'(Kuler Achar)-এর প্রচারের কাজে ব্যস্ত। এরই মধ্যে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আজ তাক বাংলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।  সেখানেই  অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল সিনেমা ওয়েব সিরিজ এবং সিরিয়াল সবকিছুতেই তিনি কাজ করেচে,  কিন্তু তিনি নিজে বিনোদনের কোন মাধ্যমে কাজ করাটাকে বেশি উপভোগ করেন।

টলিউড,Tollywood,ইন্দ্রানী হালদার,Indrani Haldar,মাচা শো,Macha Show,কুলের আচার,Kuler Achar

উত্তরে অভিনেত্রী জানান তিনি সবসময়ই নিজের কাজকে খুব উপভোগ করেন।  যখনই কোন মানুষ তার কাজ পছন্দ করেন সেটা ওয়েব সিরিজ, হোক কিংবা শর্ট ফিল্ম ,অথবা ফিচার ফিল্ম,হোক বা টিভি সিরিয়াল এমনকি তা মাচা শোও (Macha Show) হতে পারে বলে মন্তব্য করেন অভিনেত্রী। তখনই কথায় কথায় প্রশ্ন ওঠে এমন অনেক অভিনেত্রী আছেন যারা হয়তো মাচার শো করেন কিন্তু মুখে বলেন না।  আবার অনেকে মাচা শো করা বিষয়টাকে নিয়ে ট্রোল করে থাকেন।

তখন কথা প্ৰসঙ্গে ইন্দ্রানী হালদার বলতে শুরু করেন হ্যাঁ সে তো বটেই মাচার টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে, গাড়ি কিনতে, কিংবা গয়না কিনতে কারও অসুবিধা হয় না. কিন্তু মাচা করেন সেটা বলতে সবার সমস্যা হয়। এই মাচা শো করার কথা প্রসঙ্গেই অভিনেত্রী জানান তিনি যখন অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেছিলেন তখন পারডে  পেতেন ৫০০টাকা। সেই ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা অব্দি যেতে তার অনেক বছর সময় লেগেছিল।

Indrani Halder

আর তিনি নিজে গর্ব করেন মাচা শো করার জন্য। আর অভিনেত্রীর মনে করেন এতে লুকাবার কিছু নেই। তিনি মাচা শো করলেও সেখান থেকে যেভাবে মানুষের ভালোবাসা পান সেটা তার কাছে অমূল্য। তাছাড়া তিনি জানান তিনি যে মাচা  শো করেন সেটা তার কাছে গর্বের বিষয়। কারণ তিনি সেখানে গেলে টাকা নিয়েই যান।