ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁর অভিনয়, উচ্চতা, পার্সোনালিটি সর্বোপরি রাশভারী কন্ঠস্বরের জুড়ি মেলা ভার। এই বয়সে এসেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এক ফোঁটাও। রূপোলী পর্দায় তাঁর কয়েক মুহুর্তের উপস্থিতিই যথেষ্ট। এপ্রসঙ্গে তাঁরই বিখ্যাত সিনেমার ডায়লগ ধার করেই বলতে হয় আজও ‘তিনি যেখানেই দাঁড়ান, লাইন সেখান থেকেই শুরু হয়।’ আর সেই কারণেই আজও তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই অনুরাগীদের মধ্যে।
এই যুগে যত বেশি আলোচনায় থাকেন, তত বেশি জনপ্রিয়তা বাড়ে। বিগ বি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং তাঁর ভক্তদের সমসময়ই নিত্যনতুন আপডেট শেয়ার করতে থাকেন তিনি। এখন তিনি ভারতের প্রথম সারির নাগরিকদের একজন হলেও তার জীবনে টানাপোড়েন কম নেই।
আজ আপনাদের অমিতাভের জীবনের এমন একটা ঘটনার কথা বলব যার সাথে জড়িত ততকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আসল ঘটনাটা হল, বিগবির সুপারহিট ছবির শ্যুটিং এর সময় বিরাট দুর্ঘটনা ঘটে যায় অমিতাভের। আর সেই সময় গুরুতর ভাবে আহত হন, আর পেটেও খুব চোট পান অমিতাভ। আরেকটু হলে সেদিন মরেও যেতে পারতেন তিনি। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অন্ত্র ফেটেও গেছিল।
সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন তার ছেলের সাথে আমেরিকায়। অমিতাভের এই অবস্থার কথা শুনে ছেলে রাজীবকে দেশে পাঠিয়ে বিগবির পরিবারের পাশে থাকার আদেশ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এরপর দেশে ফিরে স্বয়ং ইন্দিরা গান্ধী অমিতাভ বচ্চনকে দেখতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে দেখেই কাতর কন্ঠে অমিতাভ বচ্চন বলে ওঠেন, “আমি ঘুমোতে পারছিনা আন্টি”। অমিতাভের কথায় ইন্দিরার চোখেও জল এসে গিয়েছিল, তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন,” মাঝে মাঝে আমিও ঘুমোতে পারিনা, এত চিন্তার কিছু নেই”। ডাক্তাররা ভেবেছিলেন আর হয়ত সুস্থই হবেন না অমিতাভ, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তিনি আরোগ্য লাভ করেছিলেন।