• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশের কাহিনী নয়, গাঁজাখুরি গল্প দেখায় বলিউড, ফ্লপ তো হবেই! বিস্ফোরক Kashmir Files অভিনেত্রী

Published on:

The Kashmir Files actress Pallavi Joshi on why Bollywood Movies getting flopped

চলতি বছর একদিকে যেখানে বলিউডের (Bollywood) একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, সেখানে বক্স অফিসে রমরমিয়ে চলেছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ছবিতে কোনও সুপারস্টার না থাকা সত্ত্বেও শুধুমাত্র কাহিনী এবং অভিনয়ের জোরে ৩৫০ কোটি টাকা ঘরে তুলেছিল সেই সিনেমা। বিবেক অগ্নিহোত্রীর ব্লকবাস্টার সেই ছবিতেই প্রফেসর রাধিকা মেননের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর সহধর্মিণী তথা অভিনেত্রী পল্লবী জোশী (Pallavi Joshi)।

রাধিকার চরিত্রে পল্লবীর অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে। মাত্র ১৫ কোটির বাজেটে তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করেছিল ৩৫০ কোটি টাকা। সম্প্রতি সেই ছবির অভিনেত্রীকেই বলিউডের (Bollywood) চলতে থাকা ‘বয়কট ট্রেন্ড’ থেকে শুরু করে হিন্দি সিনেমার ব্যর্থতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই সবকিছু নিয়ে মুখ খুলেছেন পল্লবী।

Pallavi Joshi

বলিউডে কী ভুল হচ্ছে, তা জিজ্ঞেস করা হলে পল্লবী বলেন, ‘আমি বলিউডের বিশেষজ্ঞ নই, তাই আমি বলতে পারব না শামশেরা, দোবারা কিংবা অন্যান্য ছবিতে কী ভুল হয়েছে। তবে আমাদের ছবির পক্ষে কী কাজ করেছে তা বলতে পারব। আমি সব সময় বিশ্বাস করি, আপনি কীভাবে নিজের বিষয়বস্ত দর্শকদের সামনে রাখছেন তা তাঁরা বুঝতে পারেন। থিয়েটারের সময় অনেক সময় আমার ফোকাস নষ্ট হয়ে যেত। দর্শকদের থেকেও তেমনই প্রতিক্রিয়া পেতাম। সিনেমার ক্ষেত্রেও বিষয়টা একই। স্ক্রিনের মাধ্যমেও দর্শকরা সততা বুঝতে পারেন’।

পল্লবীর মতে, ‘দ্য কাশ্মীর ফাইলস’এ এমন ঘটনাই দেখানো হয়েছিল যা দর্শকরা দেখতে চান, সেই কারণেই সেই ছবি এত হিট হয়েছিল। দর্শকদের প্রচারের সৌজন্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। অভিনেত্রী বলেন, ‘শিল্পী হিসেবে সমাজকে আয়নার দেখানোর প্রশিক্ষণ দেওয়া হয়… আপনি দেখবেন রাজ কাপুর, মনোজ কুমার, সুনীল দত্ত- ওনারা সমাজে যা ঘটছিল তাই দেখিয়েছিলেন। সেই সময় ভারতে যে সমস্যা চলছিল, সেই বিষয়ের ওপর ভিত্তি করে ছবিগুলি তৈরি করা হয়েছিল। তবে কোনোভাবে এখন আর ভারতের সমস্যা সিনেমায় দেখানো হয় না। তাই দর্শকরাও কানেক্ট করতে পারেন না’।

Pallavi Joshi in The Kashmir Files

শুধু এটুকুই নয়, এরপর ‘বয়কট ট্রেন্ড’ নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। পল্লবী বলেন, ‘দেশে যখন এত বড় একটা আন্দোলন চলছে, তখন প্রত্যেককে একটু খতিয়ে দেখতে হবে। আমাদের কাছে দর্শকরাই সব। ওনাদের ছাড়া আমরা কিছু না। এটা মনে রেখে ওনারা যা চায় তাই ওনাদের দেওয়ার চেষ্টা করা উচিত। ওনারা যেমন কাহিনী দেখতে চাইছেন তা দেওয়া হোক, দেখবেন কীভাবে আবার সিনেমা হল ভর্তি হয়’।

পল্লবীর কেরিয়ারে দিক থেকে বলা হলে, ১৯৭৩ সালে মাত্র ৪ বছর বয়সে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। বলিউডের বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। মাঝে নব্বইয়ের দশকের শেষ দিকে অভিনয় থেকে খানিক বিরতি নেওয়ার পর ফের রূপোলি পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥