• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাটক নয়, বাস্তবেই বিদীপ্তাকে প্রপোজ করেছে ঋষি! সকলকে চমকে ‘সুখবর’ দিলেন ইন্ডিয়ান আইডল বিজেতা

সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের সুরেলা সফর। প্রায় সাত মাস আগে ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল সিজন ১৩ (Indian Idol 13)-র সম্প্রচার। রবিবার ছিল যার ড্রিম ফাইনাল (Dream Final)। দর্শকদের মনের ইচ্ছা পূরণ করেই এবছর ইন্ডিয়ান আইডলের বিজয়ী হিসেবে সোনালী ট্রফি উঠেছে অযোধ্যার ছেলে ঋষি সিংয়ের (Rishi Singh) হাতে।

শেষ মুহূর্ত অবধি আশা জিইয়ে রাখলেও দ্বিতীয় হয়েছেন বাংলার মেয়ে দেবস্মিতা রায় (Deboshmita Roy)। তবে চলতি সিজনের শুরু থেকেই দর্শকদের কাছে অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন এই রিয়ালিটি  অন্যতম দুই জনপ্রিয় প্রতিযোগী ঋষি সিং এবং বাঙালি কন্যা বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।

   

Rishi Singh, Indian Idol 13 winner

শুরু থেকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাদের রসায়ন নিয়ে কম আলোচনা হয়নি .বিশেষ করে গানে গানে ঋষি বিদীপ্তার  একে অপরকে বলা মনের কথা নজরে কেড়েছে সকলের। তাই শুরু থেকেই তাঁদের মিষ্টি রসায়ন ছাপ ফেলেছিল দর্শক মহলে। রোমান্টিক গানে তাদের পারফরম্যান্স ভীষণ পছন্দ করেছেন দেশবাসী। যদিও সবটাই যে স্ক্রিপ্টেড ছিল তা বুঝতে আর বাকি নেই কারও।

ইন্ডিয়ান আইডল সিজন ১৩,Indian Idol 13,গানের প্রতিযোগিতা,Music Competition,ঋষি সিং,Rishi Singh,বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,সম্পর্ক,Relationship,জল্পনা,Rumour,প্রতিক্রিয়া,Reaction

একবার ইন্ডিয়ান আইডলের অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন কুমার শানু। তিনি ঋষিকে নিজের মনের কথা বলার জন্য কিছু টিপস দিয়েছিলেন। তখন ঋষি কুমার সানুর গাওয়া সুপারহিট গান ‘সাঁসো কি না হো যায়ে’ গেয়েছিলেন মঞ্চে উপস্থিত বিদীপ্তার উদ্দেশ্যে। সেইসাথে গোলাপ নিয়ে এগিয়েও গিয়েছিলেন বিদীপ্তার কাছে।

 

View this post on Instagram

 

A post shared by RISHI SINGH (@rishisinghmusic)

কিন্তু বিদীপ্তা ঘাবড়ে যাওয়ায় সেই গোলাপ চিরাগের হাতে ধরিয়ে ঋষি বলেছিলেন ‘যার জন্য গানটি গেয়েছি তার কাছে বিষয়টি পৌঁছেছে। ফাইনাল পর্যন্ত একসাথে থাকলে একদিন প্রপোজ করব’। আর সম্প্রতি আর ফাইনাল রাউন্ডে দেখা গিয়েছে, ভারতীয় সিনেমা কে বিশেষ ট্রিবিউট দিতে রাজ কাপুর আর নার্গিসের বিখ্যাত গান ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গেম চুটিয়ে মন নাচ করে মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন তাঁরা।


এছাড়া ইন্ডিয়ান আইডল শেষে বিদীপ্তার সাথে নিজের রসায়ন সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে ঋষি বলেছেন ‘ওখুব ভালো ডুয়েট পার্টনার। আমরা যখন গান গাই তা খুব গভীরভাবে অনুভব করি। আর সেটা শ্রোতারাও খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন।  যা আমাদের খুব ঘনিষ্ঠ করে তোলে। বিদীপ্তা একজন ভাল বুন্ধ। আমরা আমাদের ডুয়েট উপভোগ করি এবং আমাদের মধ্যে খুব খাঁটি একটা বন্ধুত্ব রয়েছে। আমরা বিদেশে গিয়ে একসঙ্গে পারফর্ম করবো।