বেশ কিছুদিন হল ইন্ডিয়ান আইডল ১২ (Indian Idol 12) চর্চায় উঠে এসেছে। তবে রিয়্যালিটি শোটি নিয়ে বিতর্ক যেন আর শেষ হচ্ছে না। একেরপর এক মন্তব্য আসতেই থাকছে। সম্প্রতি ইন্ডিয়ান আইডল নিয়ে মুখ খুললেন পঞ্চম সিজেনের প্রতিযোগী মেইয়াং চ্যাং (Meiyang Chang) । অবশ্য এর আগেও ইন্ডিয়ান আইডলের প্রথম সিজেনের প্রতিযোগী অভিজিৎ পর্যন্ত শো নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন।
মেইয়াং খানিকটা নিম্ন সুরেই বলেছেন ইন্ডিয়ান আইডল সম্পর্কে। তবে যেটা বলেছেন সেটাও খুব একটা কম নয়। মেইয়াং জানান সিজেন ৫ এর পর থেকে দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান আইডলের সাথে সম্পর্ক নেই তার। তাছাড়া সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে কোনো ধারণে নেই তাঁর। কারণ পঞ্চম পর্যায়ের পর ইন্ডিয়ান আইডল দেখেননি তিনি।
মেইয়াংয়ের মতে, তাদের সময় এতটা ঝলমলে করে দেখানো হত না কোনো কিছুই। তবে যত দিন গেছে ততই বদলেছে অনুষ্ঠানের চিত্রটা। প্রতিযোগিতার মঞ্চে যে সকল প্রতিযোগীরা আসে তারা প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। তবে বলার অপেক্ষা রাখে রিয়্যালিটি শো-তে বর্তমানে একটি আধটু নাটকীয়তা চলেই। আগে শুধুমাত্র গানের ওপরেই জোর দেওয়া হত, বর্তমানে গানের পাশাপাশি আরো অনেক বিষয়ে প্রাধান্য দেওয়া হয়।
প্রসঙ্গত, কিশোর কুমারের শ্রদ্ধার্ঘ্য পর্ব থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল বিতর্কের। কিশোর কুমার পুত্র অমিত কুমার এক সাক্ষাৎকারে জানান যে তাঁর অনুষ্ঠানটি একেবারেই ভালো লাগেনি। এরপরেই শুরু হয় বিতর্কের। একে একে এই বিতর্কের নানান ব্যক্তি বিশেষের মন্তব্য জুড়তেই থাকছে। কুমার শানু, লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ ও অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ এই বিষয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন ইতিমধ্যেই।
এমনকি বিখ্যাত গায়ক সোনু নিগমের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওর কিছু বক্তব্য বেশ চর্চায় উঠে এসেছে। যেখানে সোনু বলেছিলেন, অর্ধেক তো ডাবিং করেই চলে যায়’। সাথে তিনি এও বলেন যে প্রতিযোগীদের কোনো খারাপ গান বা পারফর্মেন্স দর্শকদের সামনে আসুক সেটা চাননা কেউই।