• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইন্ডিয়ান আইডল’র মঞ্চে মিলেছিল ভূয়সী প্রশংসা, ভাগ্যের পরিহাসে আজ ভিখারির দশা এই গায়কের

Published on:

Indian Idol Fame Sawai Bhatt still struglling with poverty even after getting famous

সিরিয়ালের একঘেয়েমি থেকে বাঁচতে দর্শকরা ঝোঁকেন বিভিন্ন রিয়্যালিটি শোয়ের (Reality Show) দিকে। নাচ-গানের বিভিন্ন রিয়্যালিটি শো’গুলির হাত ধরে উঠে আসেন প্রচুর খ্যাতনামা শিল্পীও। এমনই একটি জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol)। এই শোয়ের হাত ধরে যে কত গায়ক-গায়িকার উত্থান তা গুনে শেষ করা যাবে না।

চলতি বছর ‘ইন্ডিয়ান আইডল’এ বাংলা থেকেও প্রচুর শিল্পী গিয়েছেন। পবনদীপ, অরুণিতা কাঞ্জিলালের মতো জনপ্রিয় গায়ক-গায়িকারাও কিন্তু এই শোয়ের হাত ধরেই পরিচিতি পেয়েছেন। আজ তাঁরা নিজেদের গানের মাধ্যমে জয় করে নিয়েছেন হাজারও মানুষের মন। তবে এমনও অনেক গায়ক-গায়িকা রয়েছেন যারা শো শেষ হতেই ফের ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে। ফলে এখনও তাঁদের আর্থিক অবস্থা স্থিতিশীল নয়।

Sawai Bhatt Indian Idol

এমনই একজন গায়ক হলেন ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১২ খ্যাত সাওয়াই ভাট (Sawai Bhatt)। নিজের গানের মাধ্যমে একসময় শোয়ের বিচারক, দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। শো চলাকালীন খোদ হিমেশ রেশমিয়া তাঁকে গান গাওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা পর্যন্ত সাওয়াইয়ের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু আজ তিনিই অর্থাভাবে সংসার চালাতে পারছেন না।

‘ইন্ডিয়ান আইডল’ শেষ হওয়ার পর বেশ কিছু মিউজিক ভিডিওয় দেখা গিয়েছিল সাওয়াইকে। কিন্তু এই খ্যাতি, সাফল্য ছিল ক্ষণিকের। শো শেষ হতেই ফের ভিড়ের মধ্যে হারিয়ে যান তিনি। আর আজ টাকা না থাকায় সংসার চালাতে পারছেন না এই প্রতিভাবান গায়ক। সেই কারণে রাজস্থান সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

Sawai Bhatt Indian Idol

জানিয়ে রাখি, রাজস্থানের একটি ছোট্ট গ্রামে বাস করতেন সাওয়াই। স্বপ্ন ছিল বড় গায়ক হওয়ার। তবে একসময় সংসার চালানোর জন্য গ্রামে গ্রামে গিয়ে পুতুল খেলা দেখাতেন। অনেক সংগ্রাম করে ‘ইন্ডিয়ান আইডল’এর সুযোগে নিজের স্বপ্নপূরণের একটি সুযোগ পেয়েছিলেন সাওয়াই। নিজের প্রতিভার জোরে অর্জন করেছিলেন জনপ্রিয়তা।

তবে ‘ইন্ডিয়ান আইডল’ শেষ হতেই ফের আর্থিক সংকটের সম্মুখীন হন সাওয়াই। এখন মানুষের মধ্যেই পুতুল খেলা দেখার আগ্রহও অনেক কমে গিয়েছে। সেই কারণে হাতে কাজ প্রায় নেই বললেই চলে। মিউজিক রিয়্যালিটি শোয়ের মঞ্চে গিয়ে সাওয়াই নিজের দুঃখের কথা জানিয়েছিলেন। কিন্তু কেউ এখনও পর্যন্ত এসে পাশে দাঁড়ায়নি। সেই কারণেই এখন তাই বাধ্য হয়ে সরকারের কাছে সাহায্য চেয়েছেন এই প্রতিভাবান গায়ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥