• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব সাজানো, মিথ্যে নাটক চলে ‘ইন্ডিয়ান আইডল’র মঞ্চে! সত্যি ফাঁস করে বিস্ফোরক সঞ্চালিকা

Published on:

Mini Mathur revealed the secret behind Indian Idol

সদ্য শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol) সিজন ১৩। দীর্ঘ ৭ মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ীর খেতাব জিতেছেন অযোধ্যার গায়ক ঋষি সিং। যদিও সেই রেজাল্ট নিয়ে খুশি নন দর্শকদের একাংশ। অনেকেই অভিযোগ করেছেন, দর্শকদের বিচারে নয়, বরং ইচ্ছা করে ঋষিকে জেতানো হয়েছে। তাঁর চেয়ে অনেক বেশি যোগ্য ছিলেন বাংলার বিদীপ্তা, দেবস্মিতা।

কেউ কেউ এও বলেছেন, ‘ইন্ডিয়ান আইডল’ পুরো শোটাই নাকি স্ক্রিপ্টেড (Scripted)। এবার এই বিষয়ে বোলা ফাটালেন শোয়ের ছটি সিজনের সঞ্চালনা (Host) করা মিনি মাথুর (Mini Mathur)। তিনিও সাফ জানিয়ে দিলেন, গানের এই রিয়্যালিটি শো সাজানো। শুধু এমন দাবি করাই নয়, মিনি বেশ কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেছেন। যা শোনার পর অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।

Mini Mathur, Mini Mathur on Indian Idol, Mini Mathur about Indian Idol

‘ইন্ডিয়ান আইডল’এর সঞ্চালনা করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন মিনি। তাঁর সঞ্চালনা যেমন সকলের ভালোলেগেছিল। তেমনই ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে পরিচিতিও পেয়েছিলেন তিনি। এবার সেই মিনিই শোয়ের অন্দরের একাধিক ‘গোপন’ কথা প্রকাশ্যে ফাঁস করলেন। তাঁর কথায়, ‘ইন্ডিয়ান আইডলে এখন সবকিছুই সাজানো। এখন শোয়ে গল্প তৈরি করা হয়’।

প্রায় এক দশক হয়ে গিয়েছে মিনিকে ;ইন্ডিয়ান আইডল’এর সঞ্চালিকা হিসেবে দেখা যায় না। গত কয়েক সিজন ধরে আদিত্য নারায়ণ শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি সেই মিনিই সাইরাস বারোচার পডকাস্টে এসে বলেন, ‘ইন্ডিয়ান আইডলে এখন সবকিছু সাজানো। একবার ধর্মেন্দ্র ও হেমা মালিনী শোয়ে এসেছিলেন। আমার কয়েকটি মুহূর্ত তৈরি করার কথা বলা হয়েছিল। প্রায়ই এমন নির্দেশ দেওয়া হতো। কিন্তু তা সত্ত্বেও আমি কাজ করছিলাম। তবে একটা সময় মনে হল, কেবলমাত্র টাকার জন্য আমি কাজ করব না’।

Mini Mathur, Mini Mathur on Indian Idol, Mini Mathur about Indian Idol

কিছুটা আক্ষেপের সুরে মিনি বলেন, ‘শোয়ের প্রতিযোগীদের সঙ্গে আগে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এমনও অনেক সময় গিয়েছে যখন তাঁদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছি। কিন্তু এখন সবকিছুই অবাস্তব মনে হয়’। এরপর মিনি এমন কিছু কথা ফাঁস করেন যা সত্যিই চমকে দেওয়ার মতোই।

‘ইন্ডিয়ান আইডল’এর প্রাক্তন সঞ্চালিকা বলেন, প্রতিযোগীদের পরিবারের সদ্যসদের শোয়ে এনে যে কাহিনীগুলি দেখানো হয়, সেটাও কিন্তু সাজানো। প্রত্যেক প্রতিযোগীই আগে থেকে জানেন, কে কখন আসবেন। কিন্তু তাও নাকি নির্দেশ দেওয়া হয় যে চমকে ওঠার নাটক করতে হবে তাঁদের। যদিও মিনি প্রথম নন, এর আগে অতিথি হিসেবে আসা অমিত কুমারও শো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও এত বিতর্ক সত্ত্বেও বছরের পর বছর ধরে টেলি দুনিয়ায় রাজত্ব করছে ‘ইন্ডিয়ান আইডল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥