• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ডিয়ান আইডলের মঞ্চে আশা ভোঁসলে, পবনদীপের গান শুনে মুগ্ধ গায়িকা, বললেন প্রেমে পড়ে গেছি!

Published on:

Indian Idol Pawandeep Asha Bhosle

ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল (Indian Idol)। মাঝে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে আলোচনার তুঙে ছিল ইন্ডিয়ান আইডল। নানা ধরনের বিতর্ক হয়ছে শোকে ঘিরে, তবে জনপ্রিয়তা কিন্তু একই রয়েছে। কারণ রিয়েলিটি শোয়ের প্রত্যেক প্রতিযোগীর গান মন্ত্র মুগ্ধ করেছে সমস্ত দর্শকদের। এমনকি সংগীতজগতের বিশেষ বিশেষ ব্যক্তিরা প্রশংসা করেছেন এই সমস্ত প্রতিযোগিদের।

সম্প্রতি ইন্ডিয়ান আইডল মঞ্চে অতিথি বিচারক হিসাবে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। বলিউডের এই গায়িকার শতাধিক গানে মন্ত্রমুগ্ধ হয়েছে দেশ বিদেশের লক্ষ লক্ষ্য শ্রোতারা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়ে প্রতিযোগীদের গান মুগ্ধ। একাধিক প্রতিযোগীদের মধ্যে বিশেষত পবনদীপের (Pawandeep) গানের তো প্রেমেই পড়ে গিয়েছেন গায়িকা। তাই পবনদীপের গানের প্রশংসায় রীতিমত পঞ্চমুখ আশাজী।

Indian Idol Pawandeep Asha Bhosle

সম্প্রতি সোনির অফিসিয়াল ইনস্টাগ্রামে ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আশা ভোঁশলের সাথে মঞ্চে গান গাইছে পবনদীপ।আশাজীর গাওয়া ‘দিল্লি কে ঠগ’ সিনেমার গান ‘ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কা কিনারা…।’ অবশ্য এখানেই শেষ নয় গানের তালে তালে খানিক নেচেও নিয়েছে পবনদীপ আশাজীর সাথে। শেষে একটি গোলাপ হাতে ধরিয়েছে আশা ভোঁশলের।

পবনদীপের গান শুনে রীতিমত মুগ্ধ আশাজী বলেই ফেলেছেন, ‘আমি তো আপনার প্রেমেই পরে যাচ্ছি’। এদিন বিশেষ অতিথি হিসাবে আশা ভোঁসলের উপস্থিতি ছাড়াও আরো একটি স্পেশাল ঘটনা দেখানো হয়েছে। ইন্ডিয়ান আইডল সিজেন ১২ এর বিজয়ী ট্রফি সকলের সামনে উন্মোচিত করা হয়েছে। বিজয়ী ট্রফি দেখে রীতিমত  পবনদীপ, অরুণীতার মত সমস্ত প্রতিযোগীদের।

প্রসঙ্গত, পবনদীপকে নিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে চর্চার অভাব নেই। বেশ কিছুদিন আগে অনুষ্ঠানের আরেক প্রতিযোগী অরুনীতার সাথে পবনদীপের প্রেমের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছিল। যেটা সম্পূর্ণটাই টিআরপির লোভে দেখানো হয়েছিল বলে জানা গিয়েছিল। এই নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে সেই বিতর্ককে পিছনে ফেলে এগিয়ে চলেছে ইন্ডিয়ান আইডল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥