ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো এর মধ্যে অন্যতম একটি হল ইন্ডিয়ান আইডল (Indian Idol)। সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২ বেশ চর্চায় চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। কারণ ইন্ডিয়ান আইডল কিশোর কুমারকে (Kishore Kumar) নিয়ে একটি বিশেষ পর্ব আয়োজিত হয়েছিল। বিশেষ পর্বে স্পেশাল অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার (Amit Kumar)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি শোটি মোটেও উপভোগ করেননি।
অমিত কুমারের এই সাক্ষাৎকার সংবাদ মাধ্যমে প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্কের। অমিত কুমারের মতে ইন্ডিয়ান আইডল সম্পর্কে কিছু বিস্ফোরক তথ্য জানিয়েছেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। তিনি বলেন, ‘আমি সেটাই করেছি যেটা আমাকে করতে বলা হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে যেমনই গান করুক না কেন ভালো বলতে। প্রতিটা প্রতিযোগীর গান হবার পর তাদের প্রশংসা করতে। কারণ কিশোর কুমারের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য দেওয়া হচ্ছে, তাই প্রশংসা করতে হবে। আমি রিকুয়েস্ট করেছিলাম যদি শোএর আগে আমায় স্ক্রিপ্ট দেওয়া হলে ভালো হয় তবে তার কিছুই হয়নি’।
কিশোর পুত্র অমিত কুমারের পর ইন্ডিয়ান আইডল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিখ্যাত সংগীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। এক সাক্ষাৎকারে তিনি আশা বলেন, ‘ওঁদের কাছে গান নেই। তাই আমাদের গাওয়া গান গাইছে। শুধু তাই নয় বর্ষীয়ান গায়িকা আরোও বলেন, এই প্রজন্ম স্বর্ণ যুগের গানকে ভেঙে চুরে নেচে গেয়ে যেভাবে পারছে পরিবেশন করছে’। তবে তিনি এও বলেন, ‘যেভাবেই গাওয়া হোক না কেন সেই পুরোনো গান আঁকড়েই থাকতে হচ্ছে। কবে গেয়েছি সেই গান! ভুলেই গিয়েছি প্রায়, সেই গানই নতুন প্রজন্ম গাইছে। এতো একজন শিল্পী হিসাবে খুশির কথা’।
এই সমস্ত মন্তব্যের জেরে যখন বিতর্ক চলছে তখন কিশোর কুমার পুত্র অমিত কুমারকে একহাত নিলেন ইন্ডিয়ান আইডলের সঞ্চালক আদিত্য নারায়ণ (Aditya Narayan)। আদিত্যের মতে, তাঁর যদি ভালো নাই লাগছিলো তাহলে সেটা জানাতে পারতেন। দর্শকদের দেখে তো মনে হয়েছিল অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করছিলেন তাঁরা। অমিত কুমার যদি তাদের নিজের অপছন্দের ব্যাপারে জানাতেন তাহলে তাঁরা আরো ভালো করে অনুষ্ঠানটি করার চেষ্টা করতেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আবার ইন্ডিয়ান আইডলের বিচারক অনু মালিক আবার শনমুখ প্রিয়া (Shanmukh Priya) এর গান শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে তাকে বিজয়ী হিসাবেই দেখতে চান বলেছেন। যেখানে শনমুখ প্রিয়ার গান একেবারেই অপছন্দ হয়েছিল অমিত কুমারের।