• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয় ছবির জয়জয়কার! ‘শেরশাহ’ ছবির জন্য দাদাসাহেব ফালকে পেলেন কিয়ারা আডবাণী

Published on:

shersaah,kiara advani,dada saheb falke,শেরশাহ,কিয়ারা আডবাণী,দাদা সাহেব ফালকে

২০২১ সালের ১৫ ই অগাস্ট মুক্তি পেয়েছিল ‘শেরশাহ’ ছবিটি। বলিউডে যেকয়েকটি ছবি সেই বছর আলোচনায় ছিল তার মধ্যে একেবারে প্রথমের দিকেই থাকবে এই ছবিটির নাম। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা । ৭ জুলাই ১৯৯৯ সালে বিজয়রথের সারথি বীর জওয়ান বিক্রম বত্রা কারগিলের রণভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেশের জন্য সর্বোচ্চ বলিদান হওয়া বিক্রম বত্রার জীবন নিয়েই তৈরি হয় এই ছবি।

শহীদ ক্যাপ্টেন বিক্রম বত্রার লড়াই এবং তার সাথে ডিম্পল চিমার নিঃস্বার্থ ভালোবাসা মন জয় করেছিল সকলের৷ ডিম্পলের চরিত্রে কিয়ারার অভিনয় চূড়ান্ত প্রশংসিত হয়েছিল। এমনকি এত দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ছবির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। কিয়ারার অভিনয়ে চোখে জল এসেছিল দর্শকদের।

shersaah,kiara advani,dada saheb falke,শেরশাহ,কিয়ারা আডবাণী,দাদা সাহেব ফালকে

এবার সেই দুর্দান্ত অভিনয়ের দামও পেলেন তিনি৷ এবার দাদাসাহেব ফালকে ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যাল অ্যাওয়ার্ডস ২০২২ মঞ্চে সেরা অভিনেত্রী ক্রিটিকস চয়েসের অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরলেন কিয়ারা। এই পুরস্কার পেয়ে তিনি তা উৎসর্গ করেন শহীদ বিক্রম বত্রার আসল স্ত্রী ডিম্পল চিমাকেই।

shersaah,kiara advani,dada saheb falke,শেরশাহ,কিয়ারা আডবাণী,দাদা সাহেব ফালকে

তার মতে এই পুরস্কার সত্যিকারের প্রাপ্য তারই। শেরশাহ সম্পর্কে তিনি বলেন, “শুধুমাত্র ছবির টিম নয়, গোটা দেশের কাছেই ছবিটি খুব স্পেশ‍্যাল বলে আমি মনে করি। ক‍্যাপ্টেন বাত্রার বায়োপিককে প্রভূত ভালবাসা দিয়েছেন দর্শক ও ফিল্ম সমালোচকরা। আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” কিয়ারার কথায়, ‘এই সফর খুব আবেগঘন ছিল। দেশের সশস্ত্র সেনারাই আসল নায়ক নায়িকা। তাদের প্রতি এই পুরস্কার উৎসর্গ করলাম’

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥