বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জনপ্রিয়তা শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও রয়েছে। সারা বিশ্বে কোটি কোটি অনুরাগী রয়েছে তাঁর। বিভিন্ন উপায়ে কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে থাকেন তাঁরা। সম্প্রতি যেমন এক প্রবাসী ভারতীয় দম্পতির এমনই এক অভিনব শ্রদ্ধার্ঘ্য নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
অমিতাভ বচ্চন অনেকের কাছে কেবল একজন অভিনেতা, অনেকের কাছে আবার তাঁদের ঈশ্বর। প্রবাসী শেঠ পরিবারের কাছে ‘বিগ বি’ অনেকটা ঈশ্বরের মতোই। সেই কারণেই নিজেদের বাড়ির বাইরে তাঁর বিশাল মূর্তি (Statue) বসালেন তাঁরা। আবার অনুষ্ঠান করে সেই মূর্তি উদঘাটনও করেছেন তাঁরা। নেটদুনিয়ায় শেয়ার করেছেন সেই সকল ছবি।
গত ২৭ আগস্ট ভারতীয়-আমেরিকান পরিবার রিঙ্কু (Rinku Sheth) এবং গোপী শেঠ (Gopi Sheth) তাঁদের নিউ জার্সির বাড়ির বাইরে অমিতাভের ‘লাইফ সাইজ’ মূর্তি বসানো হয়েছে। একটি কাঁচের বাক্সে অমিতাভকে একটি চেয়ারের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে। অভিনেতার মূর্তির পরনে রয়েছে একটি কালো রঙের একটি ট্র্যাডিশনাল বন্ধগলা শ্যুট।
সেই ছবি শেয়ার করে গোপী শেঠ টুইটারে লিখেছেন, ’২৭ আগস্ট, শনিবার যুক্তরাজ্যের নিউ জার্সিতে আমাদের বাড়ির বাইরে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করা হয়েছে। মিস্টার বচ্চনের মূর্তি উদঘাটন উৎসবে অংশগ্রহণ করা অমিতাভ বচ্চনের সকল অনুরাগীদের অনেক ভালোবাসা জানাই’।
????On Saturday august 27th we have placed @SrBachchan statue ????????at outside in the front of our new home in edison NJ USA . Lots of Mr Bachchan’s fan’s participated on Mr Bachchan’s staue inoguration ceremony. pic.twitter.com/O3RklFS5eZ
— Gopi EFamily (@GopiSheth) August 28, 2022
অমিতাভ বচ্চন প্রসঙ্গে কথা বলার সময় একটি নামী সংবাদমাধ্যমকে গোপী শেঠ বলেন, ‘আমার এবং আমার স্ত্রীয়ের কাছে উনি ঈশ্বরের থেকে কম নন। ওনার পর্দার জীবন নয়, ওনার বাস্তবের জীবন আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। যেভাবে উনি সকলের মাঝে নিজেকে সামলান, যেভাবে সকলের সঙ্গে কথা বলেন, সব খুব ভালোলাগে। উনি মাটির মানুষ। নিজের ভক্তদেরও খেয়াল রাখেন। উনি বাকি তারকাদের থেকে একেবারে আলাদা। তাই আমার মনে হয়েছে আমাদের বাড়ির বাইরে ওনার মূর্তি থাকা উচিত’।
১৯৯০ সালে গুজরাট থেকে যুক্তরাজ্যে আসেন গোপী। এরপর থেকে সেখানেই থাকেন তিনি। উনি জানান, বলিউড সুপারস্টারের এই বিশাল মূর্তি রাজস্থানে বানানো হয়েছে। এরপর তা যুক্তরাজ্যে আনা হয়। এই সম্পূর্ণ মূর্তি তৈরি করতে শেঠ পরিবারের খরচ হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।