• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুল পোশাক, মুখে অশ্রাব্য গালাগাল! নতুন ছবিতে অনিল কাপুরের চরিত্রে ক্ষোভে ফুঁসছে বায়ুসেনা

Published on:

সম্প্রতি অনিল কাপুর (Anil kapoor) এবং অনুরাগ কাশ্যপ (Anurag kashyap) বিক্রমাদিত্য মোটওয়ানের পরবর্তী OTT প্যাটফর্মের ছবি ‘একে ভার্সেস একে’ ( Ak vs AK)- তে অভিনয় করছেন। এবার এই ছবিতে অনিল কাপুরের চরিত্র নিয়ে উঠল বিতর্কের ঝড়। ছবিতে অনিল কাপুরকে দেখা গেছে ভারতীয় বায়ুসেনার পোশাকে একাধিকবার মুখে অশ্রাব্য গালাগাল ব্যবহার করতে। আর তাতেই চরম ক্ষেপেছেন ভারতীয় বায়ুসেনা।

এদিন বায়ুসেনার তরফে একটি ট্যুইট বার্তায় ‘একে ভার্সেস একে’ ছবির ট্রেলার তুলে লেখা হয়েছে, “ছবিতে ভুল বায়ুসেনার পোশাক ব্যবহার করা হয়েছে এবং পোশাক পরিহিত অবস্থায় যে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে তা অপ্রীতিকর। ভারতীয় সশস্ত্র বাহিনীর নিয়ম কানুন মানা হয়নি।” এই কথা লিখে ছবি থেকে দৃশ্যগুলি বাদ দেওয়ার আবেদন জানানো হয় বায়ুসেনার তরফে।

আসলে অনুরাগ আর অনিল ‘একে ভার্সেস একে’- তে একজন অভিনেতা এবং পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। প্রসঙ্গত তাদের এই সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। ছবিতে অনিল অনুরাগ নিজেদের বাস্তব চরিত্রকেই খানিক রঙ চড়িয়ে উপস্থাপন করবেন। এই ছবিতে অনুরাগকে ‘সস্তার তারান্তিনো’ বলতে শোনা যাবে অনিলকে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে চরম কৌতুহল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥