প্রতিদিনের বাড়তে থাকা করোনা সংক্রমণে যথেষ্ট উদ্বেগজনক। দেশের রাজধানী দিল্লিতেই গত ২৪ ঘন্টায় ৪৯৪৫ জন করোনা আক্রান্ত। সেই কথা মাথায় রেখে ভারত তথা বিশ্বের বৃহত্তম কোভিড সেন্টার তৈরী হয়েছে দিল্লির ছাতারপুরে রাধাস্বামী সৎসঙ্গ বেয়াসের ক্যাম্পাসে।যা ভারতীয় আইটিবিপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ক্যাম্পাসটি প্রায় ২২টি ফুটবল মাঠের আয়তনের সমান। যেখানে করোনা আক্রান্তদের থাকা ও চিকিৎসার নিখুঁত বন্দোবস্ত করা হয়েছে।
বর্তমানে এই কোভিড কেয়ার সেন্টারের বেড সংখ্যা ২০০০। যা ১০০০০ অবধি বাড়ানো যেতে পারে। যার মধ্যে ১৮০০ বেড অল্প লক্ষণযুক্ত ও করোনা আক্রান্তদের জন্য। সাথে ২০০ টি অক্সিজেন ও অনন্য আধুনিক চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাসম্পন্ন বেড। যা কোনো রোগীর অবস্থা সংকটজনক হলে কাজে লাগবে। এই ২০০ টি বেডে ২৪ ঘন্টা অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা আছে। সাথে গোটা সেন্টারটিতে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। সেন্টারের প্রতিটি হলে কুলারের ব্যবস্থা আছে।
এই কোভিড সেন্টারে ভর্তি থাকা রোগীদের মতে এখানে পরিষেবা হাসপাতালের থেকে অনেক ভালো। সময় মত খাবার, ঔষধ ও নিয়মিত চিকিৎসকেরা পরিদর্শন করছেন। এখানে ভর্তি রোগীদের মুখেও এই কথা স্পষ্ট, কারণ তাদের মুখে চিন্তা বা ভয়ের কোন যখন নেই। এই সেন্টারের প্রতি কাজ বেশ সুষ্ঠ ভাবে অনুশাসনের সাথে সম্পন্ন হচ্ছে। শুধু রোগীরাই না ডাক্তার থেকে নার্স এমনকি কর্তব্যরত পুলিশরায় এনিয়ে একমত।
সেন্টারে করোনা রোগীদের মানসিক অবস্থারও খেয়াল রাখা হচ্ছে যথাযথ ভাবে। আইটিবিপির অফিসেরা রোগীদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখছেন। ডাক্তারদের মতে এখানে রোগী সংখ্যা অনেকটাই বেশি ,অথচ তাদের সাথে কেউ নেই। সেক্ষেত্রে কোনো রোগীর কিছু হলে বা তার অবস্থার অবনতি হলে আমাদেরকেই এগিয়ে আসতে হয়। তাদের প্রয়োজনের খেয়াল আমাদেরকেই রাখতে চিকিৎসার সাথে।
এখনো পর্যন্ত এই কোভিড কেয়ার সেন্টারে প্রায় ৫০০০ রোগী ভর্তি হয়েছে। লক্ষণ যুক্ত মৃদু লক্ষণযুক্ত রোগীদের এখন এই সেন্টারে ভর্তি করানো হচ্ছে। তবে স্বস্তিদায়ক খবর এটাই যে এখনো পর্যন্ত এই কোভিড সেন্টারে কোনো রোগীর মৃত্যু হয়নি। যা আইটিবিপির জন্য সত্যি গর্বের বিষয়,কারণ আইটিবিপি সামনে যেমন বহিরাগতদের আক্রমন থেকে দেশকে রক্ষা করছে তেমনি কোরোনার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে।