• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পৃথিবীর শক্তিশালী দেশের ২০২১ এর তালিকা প্রকাশ্যে এল, ভারতের শক্তি দেখেই ভয়ে কাবু পাকিস্তান

বিশ্বের প্রতিটি দেশই চায় নিজেকে সবচাইতে বেশি শক্তিশালী ও সুরক্ষিত (Powerful and Safe) করতে। এই নিয়ে প্রতিযোগিতা আজকের নয় বহু দিনের। কোটি কোটি টাকা খরচ করে দেশকে সুরক্ষিত করতে চাই প্রায় সব দেশই। প্রতিবছর বিশ্বের শক্তিশালী দেশগুলির একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা দেখেই কোনো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন বা কতটা সুরক্ষিত সেই দেশ সেটার আন্দাজ পাওয়া যায়। এই তালিকায় মূলত দেশের  সেনা, নৌ সেনা, বায়ুসেনা ইত্যাদির ক্ষমতার ওপর নির্ভর করে।

এবার ২০২১ সালের পৃথিবীর শক্তিশালী দেশগুলির তালিকা প্রকাশ্যে এল। আর সেখানে প্রথম দশ দেশের মধ্যে অনেকটা এগিয়ে রয়েছে ভারত। ভারতের এই ক্ষমতা দেখে পাকিস্তান যে ভয়ে কাঁটা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। চলুন তাহলে দেখে দেওয়া যাক ২০২১ এর শক্তিশালী দেশগুলির তালিকা। সাথে থাকছে তাদের শক্তির ছোট্ট নিদর্শন।

   

১. মার্কিন যুক্তরাষ্ট্র (United States)

US Army

  • তালিকায়  প্রথমেই নাম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এই দেশে প্রতিরক্ষা খাতে খরচ ৪,০৭,৪০,৫০,০০,০০,০০০ মার্কিন ডলার।
  • এই দেশের শক্তির মাপকাঠি (Power Index) হল ০.০৭১৮। মনে রাখতে হবে এই রেটিং যত কম ততই ভালো, অর্থাৎ সবচেয়ে ভালো হল ০.০০০০।
  • এই দেশের মোট জনসংখ্যা ও কত পরিমান সেনা বা সুরক্ষা কর্মী রয়েছে তাও গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩,২৬,৩৯,১০২ জন বাস করেন। আর এখানে জনশক্তি রয়েছে ১৪,৬৩,৬১,২০৫ জন। এছাড়াও পরিষেবার জন্য রয়েছে ১২,১৪,৭৯,৮০০ জন।
  • এই দেশে মোট ২২,৪৫,৫০০ স্টেট সামরিক কর্মী রয়েছে। এছাড়াও ১৪,০০,০০০ সেনার সক্রিয় সামরিক কর্মী, ৪,৪৫,০০০ জনের রিজার্ভ কর্মী রয়েছে।

২. রাশিয়া (Russia)

Russian Army

  • তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটি নিজের প্রতিরক্ষার জন্য ৪২,১২,৯০,০০,০০০ মার্কিন দলের খরচ করেছে।
  • এই দেশের পাওয়ার ইনডেক্স ০.০৭৯১।
  • মোট জনসংখ্যা ১৪,১৭,২২,২০৫ যার মধ্যে পরিষেবার জন্য ৪,৬৫,২৭,৪০০ জন ও জনশক্তি হিসাবে ৬,৯৪,৪৩,৮৮০ জন রয়েছেন।
  • দেশে মোট ৩৫৬৯০০০ জন সক্রিয় ও ২০,০০,০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।

৩. চীন (China)

Chineese army

  • তৃতীয় স্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন। চীন তার শরক্ষার জন্য ৮১,৭৮,২০,০০,০০,০০০ মার্কিন ডলার খরচ করেছে।
  • চীনের পাওয়ার ইনডেক্স ০.০৮৫৪।
  • এটি পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। এই দেশের জনসংখ্যা ১,৩৯,৪০,১৫,৯৭৭ জন। যার মধ্য়ে ২১৮৫০০০ সক্রিয় ও ৫১০০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।

৪. ভারত (India)

Indian Army

  • বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে আমাদের দেশ ভারত। যার প্রতিরক্ষা খাতে খরচ ৭৩,৬৫,০০,০০,০০০ মার্কিন ডলার।
  • ভারতের পাওয়ার ইনডেক্স ০.১২০৭।
  • ভারতের জনসংখ্যা ১,৩২,৬০,৯৩,২৪৭ জন। যার মধ্যে ১৪৪৫০০০ সক্রিয় সামরিক কর্মী রয়েছে। সাথে রয়েছে ১৫১৫ রিজার্ভ সামরিক কর্মী।

৫. জাপান (Japan)

Japaneese Army

  • জাপানের পাওয়ার ইনডেক্স ০.১৫৯৯। এই দেশের প্রতিরক্ষা বাজেট ৫১,৭০,০০,০০,০০০ মার্কিন ডলার।
  • জাপানি মোট জনসংখ্যা ১২,৫৫,০৭,৪৭২ জন।
  • জাপানি মোট ২,৫০,০০০ সামরিক, ১৪,০০০ আধা সামরিক ও ৫৫,০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।

৬. দক্ষিণ কোরিয়া (South Korea)

South Korea Army

  • এই দেশের পাওয়ার ইনডেক্স ০.১৬১২
  • মোট জনসংখ্যা ৫,১৮,৩৫,১১০ জন।
  • জাপানে মোট ৬,০০,০০০ সামরিক, ৩,১০,০০০ আধাসামরিক ও ৩,১০,০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।
  • জাপানের প্রতিরক্ষা বাজেট ৪৮,০০,০০,০০,০০০ মার্কিন ডলার।

৭. ফ্রান্স (France)

UN Army

  • ফ্রান্সের পাওয়ার ইনডেক্স ২০২১ সালে ০.১৬৮১।
  • দেশের মোট জনসংখ্যা ৬,৭৮,৪৮,১৫৬ জন। মোট প্রতিরক্ষা খাতে খরচ ৪৭,৭০,০০,০০,০০০ মার্কিন ডলার।
  • দেশে ২,৭০,০০০ সক্রিয় ১,৪৫,০০০, আধা সামরিক ও ৩৫,০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।

৮. যুক্তরাষ্ট্র (United Nation)

UN Army

  • যুক্তরাষ্ট্রের পাওয়ার ইনডেক্স ০.১৯৯৭
  • দেশের প্রতিরক্ষা খাতে মোট খরচ ৫৬,০৪,২০,০০,০০০ মার্কিন ডলার।
  • দেশের সক্রিয়  সামরিক কর্মী ১,৯৫,০০০ ও রিজার্ভ সামরিক কর্মী ৮০,০০০ জন।

৯. ব্রাজিল (Brazil)

Brazil Army

  • ব্রাজিলের পাওয়ার ইনডেক্স ০.২০২৬
  • মোট জনসংখ্যা  ২১১৭১৫৯৭৩ জন ও প্রতিরক্ষার জন্য খরচ ২৯,৩০,০০,০০,০০০ মার্কিন ডলার।
  • ব্রাজিলে  ৩,৩৪,৫০০ সক্রিয় ও ১৩,৪০,০০০ রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।

১০. পাকিস্তান (Pakisthan)

Pakisthan Army

  • পাকিস্তানের পাওয়ার ইনডেক্স ০.২০৭৩
  • পাকিস্তানের মোট জনসংখ্যা ২২,৩৫,০০,৬৩৬ জন। প্রতিরক্ষা খাতে মোট খরচ ১২,২৭,৫০,০০,০০০ মার্কিন ডলার।
  • পাকিস্তানে ৬,৫৪,০০০ সক্রিয় ও ৫,৫০,০০০রিজার্ভ সামরিক কর্মী রয়েছে।
site