টলিউড হোক বা বলিউড জনপ্রিয়তার দিক থেকে কেউই কোনো অংশে কম যায় না। যার প্রমাণ মেলে কিছু সমীক্ষার মাধ্যম্যে। সম্প্রতি এমনই একটি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের সর্বাধিক কাঙ্খিত নারী ও পুরুষের তালিকা তৈরী করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া (Times Of India) সংবাদ মাধ্যমের তরফে এই সমীক্ষা করা হয়েছিল। জানলে খুশি হবেন সর্বাধিক কাঙ্খিত পুরুষের স্থানে রয়েছেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)।
অন্যদিকে ক্যালকাটা টাইমসের (Calcutta Times) সমীক্ষায় সর্বাধিক কাঙ্খিত নারীর তালিকায় একেবারে প্রথমে রয়েছেন টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraboty)। তবে তিনি যে শুধুই নায়িকা তা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও রয়েছেন অভিনেত্রী, শুধু তাই নয় দুটোকেই বেশ ব্যালান্স ও করেছেন।
তবে সুশান্ত সিং রাজপুত ও মিমি চক্রবর্তীর ছাড়াও আরো বেশ কিছু নাম রয়েছে এই তালিকায়। ‘দ্য মোস্ট ডিজায়ারেবল ম্যান অ্যান্ড ওম্যান’ এর তালিকায় ৪০ বছরের নিচে কাঙ্খিত পুরুষের তালিকায় রয়েছে একাধিক অভিনেতার নাম।
যাদের মধ্যে উল্লেখ বিজয় দেবারাকোন্ডা, আদিত্য রায় কাপুর, ভিকি কৌশল, বিরাট কোহলি, টাইগার শ্রফ, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, সিদ্ধার্থ শুক্লা, কার্তিক আরিয়ান, কে এল রাহুল, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর প্রমুখরা।
অন্যদিকে ক্যালকাটা টাইমসের সর্বাধিক কাঙ্খিত নারীর তালিকায় সেরা মিমি চক্রবর্তী ছাড়াও একাধিক অভিনেত্রীর নাম রয়েছে। তালিকায় মিমির পরেই রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তৃতীয় স্থানে রয়েছেন মিমির বান্ধবী অভিনেত্রী নুসরত জাহান। এছাড়াও রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, দর্শনা বণিক, রাইমা সেন, ঊষসী রায় ও দিতিপ্রিয়া রায়।
প্রসঙ্গত অভিনেতা সুশান্ত সিং রাজপুত বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন ২০১৩ সালের ‘কাই পো চে’ ছবিটি দিয়ে।
এরপর ধীরে ধীরে আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেন তবে অভিনেতা তৃতীয় ছবি ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ রিলিজ হবার পরেই জনপ্রিয়তা লাভ করেন ব্যাপকভাবে। প্রয়াত অভিনেতার শেষ ছবি ছিল ‘দিল বেচারা’।
অনুরূপভাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনয় জীবন শুরু হয়েছিল ২০১২ সালে। টলিউডের ‘বাপি বাড়ি যা’ ছবি দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী।
এরপর একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে। তবে মূলত কমার্শিয়াল ছবিই করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেত্রী সেটা অবশ্য আর বলার অপেক্ষা রাখে না।