• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার সুশান্তের রূপে দুর্গামণ্ডপে থাকবে কার্তিক, কেষ্টপুরের মন্ডপে জীবন্ত হয়ে উঠবেন প্রয়াত অভিনেতা

Published on:

১৪ই জুন, দিনটা মনে পড়লেই আজও শিউরে ওঠেন দেশবাসী। টিভি খুলতেই প্রতিটা চ্যানেলে একটাই খবর অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। তারপর থেকেই উত্তাল বলিউড মহল। কেউ বলছে এটা আত্মহত্যা কেউবা বলছে খুন। কিন্তু সুশান্ত ভক্তরা এত জটিলতায় না গিয়ে সেদিন থেকেই যাপনে ধরে রেখেছেন অভিনেতাকে। মাস্কে, টি-শার্টেও দেদার বিকিয়েছে অভিনেতার মুখ। এবার সুশান্ত সিং রাজপুতের ছোঁয়া লাগলো বাঙালির সবচেয়ে বড় উৎসবে। আর এখানে তিনি এলেন কার্তিকের অবতারে।

কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের পুজোয় এবার কার্তিকের মুর্তি তৈরি হচ্ছে সুদর্শন সুশান্তের আদলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। প্রতিমা শিল্পী মানস রায় সেই গুরুদায়িত্ব তুলে নিয়েছেন। সুশান্তের ছবি লাগানো মাস্ক পরেই পটচিত্রে প্রয়াত অভিনেতাকে জীবন্ত করে তুলছেন শিল্পী। অভিনেতার মুখে একটি গোঁফ জুড়ে দিয়ে শিল্পী তাকে গড়েছেন অবিকল কার্তিক ঠাকুরের মতোন।প্রকৃতপক্ষেই সুশান্তের সুন্দর দেহ, নাক লম্বা, ঠিক যেন কার্তিকের কথাই মনে করিয়ে দেয়! তাই এবার মায়ের পাশেই সুশান্ত থাকবেন!

পুজোর উদ্বোধনের অভিনেতার পরিবারকে আমন্ত্রণের কথা ভাবা হচ্ছে। ক্লাব কর্তারা জানান, সুশান্ত মৃত্যুরহস্য দ্রুত উন্মোচন হোক এটাই চান তাঁরা। দোষী যাতে তার প্রাপ্য শাস্তি পায় দেবীদুর্গার কাছে তাঁদের এই প্রার্থনা। এই কথা জানাতেই ক্লাবের একটি দল সম্প্রতি রওনা দেবে বিহারে। কথা বলবেন নায়কের বাবা কৃষ্ণকান্ত সিংয়ের সঙ্গে। চেষ্টা করবেন যাতে তিনি এই পুজোর উদ্বোধন করেন। তা হলেই মাস্টারদা স্মৃতি সঙ্ঘের ৬৮তম বছরের এই পুজো সার্থক হবে বলে জানান ক্লাবের এক কর্তা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥