• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোরোনার মধ্যেই মালদ্বীপে গিজগিজ করছে ভীড় ! ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ

করোনাকালে অন্যান্য ক্ষেত্রে মন্দার পাশাপাশি তীব্র সঙ্কট নেমে এসেছে পর্যটন শিল্পেও। ভয়নক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি প্রতিটা দেশই। এদিকে নতুন বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে ফের সংক্রমণের ধার বাড়াতে শুরু করেছে মারণ করোনা। আর এই ক্ষেত্রেই কার্যত উল্টোপথে হেঁটে নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপ। এমনকী এই সঙ্কটময় পরিস্থিতির মধ্যেও ভারতীয় পর্যটকদের বর্তমানে অন্যতম প্রথম গন্তব্য এই মালদ্বীপই।

Corona Crisis Tourism Industry,Corona Virus Bangla News,Corona Virus in Maldives,Indian Tourism,Goa Travel,করোনা সঙ্কটে পর্যটন শিল্প,করোনা ভাইরাসের বাংলা খবর,মালদ্বীপে করোনা ভাইরাস,ভারতীয় পর্যটন,Maldives,Coronavirus,Tourism,Central Government,গোয়া,মালদ্বীপ,করোনা ভাইরাস,পর্যটন,কেন্দ্র সরকার

   

এদিকে বিশ্বজুড়ে যখন বড় বড় পর্যটন স্পটগুলো বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তখন করোনা আগ্রাসনকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় এক ট্যুরিস্ট স্পটে পরিণত হয় মালদ্বীপ। এই বছরেও অব্যাহত সেই বিজয়রথ। সূত্রের খবর, চলতি বছরের প্রথম দুমাসে মালদ্বীপে আগত ভারতীয় পর্যটকদের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকী ভারতীয়দের মালদ্বীপ প্রীতি দেখে এখন অনেকেই এই দ্বীপ রাষ্ট্রকে গোয়ার সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন।

Corona Crisis Tourism Industry,Corona Virus Bangla News,Corona Virus in Maldives,Indian Tourism,Goa Travel,করোনা সঙ্কটে পর্যটন শিল্প,করোনা ভাইরাসের বাংলা খবর,মালদ্বীপে করোনা ভাইরাস,ভারতীয় পর্যটন,Maldives,Coronavirus,Tourism,Central Government,গোয়া,মালদ্বীপ,করোনা ভাইরাস,পর্যটন,কেন্দ্র সরকার

পরিসংখ্যান বলছে, এই বছরের প্রথম দু-মাসে মালদ্বীপে ভীড় করেছেন প্রায় ৪৪ হাজার ভারতীয়। যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ। এমনকী এই দুমাসে বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ পর্যটক মালদ্বীপে এসেছেন তাদের মধ্যে ২৩.৩ শতাংশই ভারতীয়। এমনকী একক দেশ হিসাবেও এই পর্যটক সংখ্যায় যা সর্বোচ্চ। সম্প্রতি মালদ্বীপের পর্যচন দফতরের তরফে এই তথ্য সামে আনা হয়েছে।

Corona Crisis Tourism Industry,Corona Virus Bangla News,Corona Virus in Maldives,Indian Tourism,Goa Travel,করোনা সঙ্কটে পর্যটন শিল্প,করোনা ভাইরাসের বাংলা খবর,মালদ্বীপে করোনা ভাইরাস,ভারতীয় পর্যটন,Maldives,Coronavirus,Tourism,Central Government,গোয়া,মালদ্বীপ,করোনা ভাইরাস,পর্যটন,কেন্দ্র সরকার

অন্যদিকে, ভারতীয় পর্যটকদের আগমণ বাড়লেও চিন, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে পর্যটক আগমণ প্রায় ৯৮ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। এর জন্য অবশ্য করোনার লাগামছাড়া সংক্রমণকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। এদিকে মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যে মালদ্বীপের জুড়ি মেলা ভার। তাই কোয়ালিটি টাইম কাটাতে বিশ্বের বিভিন্ন দেশের নানা বয়সী ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান এই দ্বীপ দেশে। পরিসংখ্যান বলছে প্রতি বছর মালদ্বীপে প্রায় ২০ লাখ পর্যটকের সমাগম হয়।