• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিত শুধুই ঝামেলা করে! ভরা মঞ্চে মাধুরীর সামনেই জিৎ-দেবের তুমুল ঝগড়ার ভিডিও ভাইরাল

দেব,জিৎ,সুপার সিঙ্গার,গান,ঝগড়া,ফাইনাল,Dev,jeet,super singer,song,grand finale

বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় অঙ্গ হল রিয়েলিটি শো। সিরিয়ালের পাশাপাশি রিয়েলিটি শো গুলোরও যথেষ্ট চাহিদা। আর সবচেয়ে চমক থাকে রিয়েলিটি শো গুলির গ্র‍্যান্ড ফিনালেতে। এবার দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে স্টার জলসা। দিন কয়েক আগেই ‘ডান্স ডান্স জুনিয়র’ এর গ্র‍্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে এসেছিলেন সানি লিওনি, হেলেনের মতো বিখ্যাত তারকারা।

স্টার জলসার এমনই এক জনপ্রিয় শো হল সুপার সিঙ্গার৷ বাংলার বহু প্রতিভাবান গায়ক গায়িকাদের পাওয়া গিয়েছে এই মঞ্চ থেকেই৷ এই শো-এর সঞ্চালক যীশু সেনগুপ্ত। আর বিচারকের আসনে রয়েছেন সোনু নিগম, কৌশিকী চক্রবর্তী এবং কুমার শানুকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই রিয়েলিটি শো য়ের গ্র‍্যান্ড ফিনালের একটি ক্লিপিংস, যেখানে সঙ্গীত জগতের মহারথীরা তো থাকছেন পাশাপাশি থাকছেন জিৎ দেবের মতো টলি সুপারস্টারেরাও। কিন্তু এই মঞ্চে টলিউডের দুই সুপারস্টার বাধিয়ে দেয় ঝগড়া, তর্ক কথা কাটাকাটি।

দেব,জিৎ,সুপার সিঙ্গার,গান,ঝগড়া,ফাইনাল,Dev,jeet,super singer,song,grand finale

সম্প্রতি তাদের এই চরম তর্কাতর্কির ভিডিওই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কৌশিকী, সোনু নিগম, মাধুরী দীক্ষিতের সামনেই বিবাদে জড়ান দেব এবং জিৎ। এখন তাদের এই ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়ায়। ভিডিওতে দেবকে প্রথম জিতকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “এই লোকটা না শুধু শুধু ঝামেলা করে”। নিজের বয়স অভিজ্ঞতার থেকে বড় অভিনেতার প্রতি এহেন ব্যবহার কেন সে দেখাচ্ছে তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

দেব,জিৎ,সুপার সিঙ্গার,গান,ঝগড়া,ফাইনাল,Dev,jeet,super singer,song,grand finale

এদিকে, যীশু তাদের থামিয়ে বোঝানোর চেষ্টা করে যে বন্ধুত্বে এমন হয়। এরপর জিৎ মাধুরীকে বলেন, ” আপনিই বলুন কাউকে যখন অনেক দিন ধরে কেউ চায়, সে যখন চোখের সামনে আসে তখন তার সাথে কিছু মুহুর্ত তৈরি হওয়া দরকার না?” দেব সাথে সাথে জিতের কথার উত্তর দিয়ে বলেন, “কে আটকেছে তোমায়?” তারপর দুই অভিনেতার বিবাদ থামাতে মঞ্চে স্বয়ং উঠে আসেন মাধুরীজি। তারপর দুই সুপারস্টারের সাথে জমিয়ে নাচও করেন, আর তারপরেই ভাব হয়ে যায় দুজনের৷ আসলে সবটাই যে মজার ছলে তা আর বুঝতে বাকি নেই কারোরই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥