• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপালের নাম গোপাল! মাত্র ৩ ঘন্টাতেই কোটিপতি হয়ে গেলেন এক গাড়িচালক

Published on:

কথায় আছে কপালের নাম গোপাল। কার যে কখন ভাগ্য ফিরবে বলা যায় না।যেমন এই গাড়িচালক। মাত্র তিনঘন্টায় এক ভারতীয় গাড়িচালক হয়ে উঠেছেন কোটিপতি। কী অবাক হচ্ছেন তো? এ কীভাবে সম্ভব? কিন্তু এটা গল্প হলেও সত্যি। স্বয়ং লক্ষ্মী দেবী কার্যত নিজের ঝাঁপি উজার করে দিয়েছেন এই গাড়ি চালকের উপর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর সন্ধ্যে বেলায় লটারির টিকিট কেটেছিলেন তিনি, আর তিনঘন্টা যেতে না যেতেই রাত ৯ টায় সে একেবারে কোটিপতি। আর ৫ দিনের মত সেদিনও গাড়ি নিয়ে দুপয়সা রোজগারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন রূপেশ, কিন্তু তারপর যখন ফিরলেন তখন তিনি কোটিপতি।

টেনেটুনেই সংসার চালাতেন সে, আর মাঝেমধ্যে লুকিয়ে লটারির টিকিট কাটতেন পূর্ব বর্ধমানের গলসির ম্যাক্স চালক রূপেশ। রোজকার মতো মঙ্গলবারেও টিকিট কিনেছিলেন তিনি আর তাতেই মিলল এক কোটি টাকা। পকেটে ছিল তার ২০০ টাকা আর তার থেকেই ৬০ টাকা দিয়ে দু সিরিজ ডিয়ার ইভিনিং লটারির টিকিট কেনেন তিনি, রাত ৯টায় তিনি জানতে পারেন ওই দুটির একটিতেই মিলেছে এক কোটি টাকা।

রূপেশ গলসিতে একজন সরকারি রেশন ডিস্ট্রিবিউটারের গাড়ি চালাতেন, এই কাজের জন্য মাত্র ৭ হাজার টাকা বেতন পান তিনি।বাড়িতে বউ বাচ্চা মা বাবা নিয়ে তার অভাবের সংসারে হঠাৎ বয়ে গেল খুশির হাওয়া। আপাতত এইটাকা দিয়ে তাদের বাড়ি কেনা ও কিছু জমি কেনার পরিকল্পনা রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥