এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় রাজ করছে একটাই সিরিয়াল তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। ইদানিং দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই। এরইমধ্যে আজই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টি আর পি তালিকা। যা দেখে জানা যাচ্ছে গত দু’সপ্তাহের মতো এই সপ্তাহেও টি আর পি-তে টপ করেছে অনুরাগের ছোঁয়া।
যার ফলে এই নিয়ে পরপর ৩ সপ্তাহ ‘বেঙ্গল টপার’ (Bengal Topper) হয়ে হ্যাট্রিক করেছে ‘অনুরাগের ছোঁয়া’।আর তাই খুব স্বাভাবিকভাবেই খুশীর সীমা নেই এই সিরিয়ালের অনুরাগীদের। প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা ইতিমধ্যেই দেখেছেন রুপার স্কুলের খেলতে গিয়ে কিভাবে স্কুলের প্রিন্সিপালের ছেলের কাছে হেনস্থা হতে হয়েছে সোনা কে।
সোনার জড়ানো কথা শুনে সবার সামনে তাকে রীতিমতো ‘বুলিং’ করা হয়। আর ঠিক তখনই সোনাকে বাঁচাতে তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে দেখা যায় রুপাকে। হয়তো রক্তের টানেই বোনের প্রতি অন্যায় হতে দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি সে। মায়ের দেওয়া শিক্ষায় ছোট থেকেই অন্যায় দেখলে রুখে দাঁড়ায় রুপা। তার অন্যথা হয়নি এদিনও।
সোনার জন্যই এদিন নিজের স্কুলেরই ছেলে-মেয়েদের সাথে ঝগড়া করার পাশাপাশি স্কুলের প্রিন্সিপালের ছেলেকেও আচ্ছা করে পিটিয়ে দিয়েছিল রুপা। যদিও তার জন্য গার্জিয়ান কল করে প্রথমে রুপার মা দীপাকে কম কথা শোনাননি স্কুলের সমস্ত টিচার থেকে শুরু করে প্রিন্সিপাল সকলেই। এমনকি রুপার এই আচরণের জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়ার কথাও বলা হয়েছিল।
কিন্তু এই পরিস্থিতে দীপা কিন্তু নিজের মেয়ের হাত ছাড়েনি। কারণ দীপার কথায় রুপা ছোট থেকেই যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে সে মা হিসাবে গর্বিত। কিন্তু মেয়েকে সমর্থন করলেও এদিন দীপা কিন্তু এত কথা মেয়ের সামনে বলেনি আর সেইসাথে দীপা একথাও জানায় এদিন রুপার প্রতিবাদ করার ধরণ হয়তো ভুল ছিল কিন্তু সে আসলে ডাক্তারবাবুর মেয়েকে হেনস্থার হাত থেকে বাঁচাতেই এই কাজ করেছে। তাই পরে সব শুনে প্রিসন্সিপাল সহ স্কুলের সব টিচার দীপার প্রশংসা করে আর জানায় তার মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে। আর প্রিন্সিপাল তখন নিজের ছেলেকে রুপার কাছে সরি বলতে বলে।