• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আলোয় ভালোয় বাঁচতে শিখে গেছি’! মুখ্যমন্ত্রীর ‘চটিচাটা’ তকমায় নিন্দুকদের সপাট জবাব দিলেন ইমন

Published on:

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamta Banerjee,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল Troll,রিপ্লাই পোস্ট,Reply Post

ইদানিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) সাথে ছবি দিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বাংলা বিনোদন জগতের একাধিক তারকা। কিছুদিন আগেই দুর্গাপুজোর কার্নিভালে যোগ দিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়েছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কার্নিভালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করায় এবং বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তার হাত থেকে চকলেট নিয়ে নেটিজেনদের নীতি পুলিশির শিকার হয়েছিলেন অভিনেত্রী।

যদিও সেসময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমস্ত কটাক্ষের জবাব দিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছিলেন স্বস্তিকা।  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সদ্য বুধবারে আয়োজিত বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ছবি হাসিমুখে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বাংলা বিনোদন জগতের অন্যতময় দাপুটে অভিনেত্রী অপরাজিত আঢ্য (Aparajita Adhya)। তাকেও কড়া ভাষায় সমালোচনা করেছিলেন নিন্দুকরা।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamta Banerjee,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল Troll,রিপ্লাই পোস্ট,Reply Post

এবার একইভাবে ওই বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার  পাশাপাশি মুখ্যমন্ত্রী সাথে ছবি দেওয়ার জন্য নেটিজেন্দের কটাক্ষের মুখে পড়লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এদিন সোশ্যাল মিডিয়ায় গায়িকার পোস্টে তার নামের পাশে ‘চটি চাটা’, ‘গিরগিটি’ ইত্যাদি নানান তকমা সেঁটে দেওয়া হয়েছিল। যদিও নিন্দুকদের বিদ্রুপের মুখে পড়ে চুপ থাকেনি ইমন নিজেও।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamta Banerjee,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল Troll,রিপ্লাই পোস্ট,Reply Post

সমস্ত বিদ্রুপের জবাব দিয়েছেন গায়িকা নিজেই। একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নিন্দুকদের একহাত নিয়ে ইমন লিখেছেন ‘একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি। যে কিছু মানুষ খারাপ বলতেই জানেন। সোজা হাঁটলে বাঁকা যান, আর বাঁকা গেলে তো কথাই নেই।  ভালো, মন্দ গান-বাজনা রাজনীতি,খেলাধুলা, চাঁদে কি হচ্ছে, সমুদ্রের নিচে কি হচ্ছে, শাড়ি কেন পড়লেন না, বরের সঙ্গে হেসে কেন ছবি দিলেন না,এর সাথে কেন ছবি তুললেন, ওনার সাথে কেন তুললেন না, আজকে কেন নিরামিষ খেলেন, পাঁঠার মাংস খেলেন! প্রাণী হত্যা মহাপাপ আরো কত কিছু। আরো সবকিছু’।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamta Banerjee,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল Troll,রিপ্লাই পোস্ট,Reply Post

এরপরেই ইমনের জোরালো প্রশ্ন কেন? দীর্ঘ এই পোস্টের শেষে নিন্দুকদের উদ্দ্যশ্যে ইমন লিখেছেন ‘বিশ্বাস করুন দিনের পর দিন এইসব নিতে নিতে ঘরের অন্ধকারে আর বসে না থেকে ‘আলোই ভালোয়’ বাঁচতে শিখে গেছি। ভালো থাকুন, আনন্দে থাকুন আর হ্যাঁ পারলে একটু ইয়োগা করে নিন।  টাটা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥