• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শোভন-স্বস্তিকার বিচ্ছেদের কারণ প্রাক্তন প্রেমিকা ইমন! অভিযোগ উঠতেই বিস্ফোরক গায়িকা

Published on:

Iman Chakraborty reaction on Shovan Swastika breakup

জনপ্রিয় সংগীত শিল্পী শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সাথে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’র নায়িকা ঝিলমিল অভিনেত্রী  স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সম্পর্কের (Relationship) কথা অজানা নয় কারও কাছেই।

তবে  ধরেই শোনা যাচ্ছে দিনে দিনে নাকি বদলাতে শুরু করেছে স্বস্তিকা-শোভনের সম্পর্কের সমীকরণ। টলিপাড়ার এই মিষ্টি জুটিও নাকি এবার হাঁচেন বিচ্ছেদের পথে। আর তার কারণ নাকি শোভনের প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তী।

Swastika Dutta Breakup rumour with Shovan Ganguly  টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের গায়িকা ইমন চক্রবর্তীর প্রতি শোভনের দুবলতার কারণেই নাকি ইদানিং চীড় ধরেছে শোভন-স্বস্তিকার সম্পর্কে। আর এই অভিযোগ উঠতেই সম্প্রতি এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন খোদ গায়িকা ইমন চক্রবর্তী।

প্রাক্তনের বিচ্ছেদ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন ইমন বলেছেন  ‘শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক’।

Iman Chakraborty, Iman Chakraborty harassment, Iman Chakraborty harassed

প্রসঙ্গত নিজের থেকে বয়সে ছোট শোভনের সাথে যখন সম্পর্কে ছিলেন তখন তা নিয়ে কোনো লুকোছাপা রাখেননি ইমন। আর এখন তার সাথে বিচ্ছেদের পর ইমন এখন ঘর বেঁধেছেন স্বামী নীলাঞ্জনের সঙ্গে।

এখন তাঁর সাথে যে ইমন বেজায় খুশি তা জানিয়েই ইদিন গায়িকার সপাট জবাব ‘যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।’

শোভন গাঙ্গুলি,Shovan Ganguly,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,সম্পর্ক,Relationship,বিচ্ছেদ গুঞ্জন,Break Up Rumour,প্রাক্তন প্রেমিকা,Ex Girlfriend,ইমন চক্রবর্তী,Iman Chakraborty,প্রতিক্রিয়া,Reaction

ঘনিষ্ঠ সূত্রে খবর প্রাক্তন শোভনকে নিয়ে তৈরী হওয়া জল্পনার প্রভাব পড়েছে ইমনের ব্যক্তিগত জীবনেও। তাই এই জল্পনা উড়িয়ে দিতেই সম্প্রতি একটি ফেসবুক পোস্টে স্বামী নীলাঞ্জনের গালে চুমু খাওয়ার একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে ক্যাপশনে ইমন লিখেছেন , ‘তুমি… শুধু তুমি’।

Rachna Banerjee pullig leg Swastika Dutta at Didi No1

অন্যদিকে শোভনের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি স্বস্তিকা বলেছিলেন ‘আমি সত্যিই কিছু বলতে চাই না। আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কোন তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর আমরা একসঙ্গে আছি কি নেই তা নিয়েও এই মুহূর্তে কিছুই বলতে চাই না’। একই সুরেই শোভন বলেছেন, ‘সম্পর্কে আছি কী নেই সেটা আমাদের ব্যক্তিগত বিষয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥