• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৩ বছরের পরিশ্রম জলে! ঘুম থেকে উঠেই মাথায় বাজ গায়িকা ইমনের

Updated on:

Iman Chakraborty Youtube Suddenly closed Singer reacted on social media

এমনিতে মানুষের জীবনে সমস্যার শেষ নেই। এরই মধ্যে আচমকা এক অদ্ভুত সমস্যার মুখে পড়লেন বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। কোন কারণ না জানিয়ে আচমকা উধাও হয়ে গিয়েছে ইমনের জনপ্রিয় ইউটিউব চ্যানেল (Youtube Channel)।

কিন্তু কি কারণে আচমকা ইউটিউব থেকে ইমনের চ্যানেলটি সরিয়ে দেওয়া হলো তার সঠিক কোন কারণ জানতে পারেননি গায়িকা। কোনরকম সতর্কবাণী না পাঠিয়েই নাকি এদিন ইউটিউবের তরফে গায়েব করে দেওয়া হয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল।

Iman Chakraborty, Iman Chakraborty harassment, Iman Chakraborty harassed

সে কথা জানিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্টে ইংরেজিতে গায়িকা লিখেছিলেন ‘আজ সকালে ইউটিউবে তরফে একটি ইমেইল পেলাম। ওরা ওদের প্লাটফর্ম থেকে আমার চ্যানেলটিকে সরিয়ে নিয়েছে। জানিনা কি করেছি বা আমি কোন নিয়ম লংঘন করেছি আমরা এই চ্যানেলের পিছনে এতটা সময় বিনিয়োগ করেছি হঠাৎ ওদের একটা মেইল আশায় সেটা গায়েব হয়ে গেল এটা সত্যিই অনভিপ্রেত’।

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,ইউটিউব চ্যানেল,Youtube Channel,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media

সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় কোন সমাজ মাধ্যমের তরফে চ্যানেল বন্ধ করার আগে সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু এদিন ইমনের ক্ষেত্রে নাকি তেমন কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে ইমন জানিয়েছেন তাকে শুধু জানানো হয়েছে যে তারা নাকি কিছু নিয়ম লঙ্ঘন করেছেন। কিন্তু কি নিয়ম সেটা জানানো হয় নি।

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,ইউটিউব চ্যানেল,Youtube Channel,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে ১৩ বছরের পুরনো এই চ্যানেলে এর আগেও এমন বেশ কিছু সতর্কবাণী পেয়েছেন গায়িকা।  তবে ইমনের কথায় ‘সেগুলো আমরা আবার আবেদন করায় ওরাও মেনে নিয়েছিল। কোন সমস্যা হয়নি।’ কিন্তু অবশেষে কোন দিশা না পেয়ে শিল্পী জানিয়েছিলেন টুইটারে তিনি ‘ইউটিউব ইন্ডিয়া’ থেকে সাহায্য চেয়েছেন। এরপরেই   মঙ্গলবার বিকেলে সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়া ইমন জানিয়েছেন ইউটিউব কর্তৃপক্ষ তার সমস্যা দ্রুত সমাধান করেছেন এবং তাকে তার চ্যানেল ফিরিয়ে দিয়েছেন।


এই প্রসঙ্গে একটি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ইমন জানিয়েছেন ‘ধন্যবাদ, সকাল থেকে প্রচুর মানুষ ফোন করে খোঁজ নিয়েছেন। তবে ইউটিউব কর্তৃপক্ষকে ধন্যবাদ ওরা আমার সমস্যার কথা শুনেছেন এবং দ্রুত সমাধান করেছেন। আমি আমার চ্যানেল ফিরে পেয়েছি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥