• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাজে রাঙা হল কনে বউ! উলু আর শঙ্খধ্বনিতে সাত পাকে বাঁধা পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী, দেখুন ভাইরাল ছবি

রবিবারই বিয়ে সেরে ফেলছেন টলিউডের গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। বিয়ে সেরে উঠেই নিজেই সুখবর জানিয়েছেন অনুরাগীদের। রজনীগন্ধার মালা, লাল রাঙা শাড়ি পরে নীলাঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে ইমন। গায়িকা নিজেই এই ছবি ইন্সটাগ্রামের হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখছেন ‘জাস্ট ম্যারেড’। যে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বন্যা বয়ে গিয়েছে গায়িকার পোস্টে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

   

তবে, এ ছিল আইনি বিয়ে বা সোজা ভাষায় বলতে গেলে রেজিস্ট্রি ম্যারেজ। তবে, বাঙালি বিয়ে কি আর রেজিস্ট্রিতে শেষ হয় নাকি! মেহেন্দি গায়ে হলুদ, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা শেষে সিঁদুর দান এই সব না হলে ঠিক মানায় না। তাই এবার সামাজিক মতে বাঙালি নিয়মে বিয়ে করছেন ইমন নীলাঞ্জন। বিয়ের দিন মেহেন্দি ও গায়ে হলুদের ছবি নিজেই শেয়ার করেছেন গায়িকা তার সোশ্যাল মিডিয়াতে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

এবার হল শাস্ত্রমতে বিয়ে মিটল ইমন চক্রবর্তীর। বাঙালি বিয়ের সমস্ত মেনে শেষ হল বিয়ে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

লাল রঙের বেনারসি আর গা ভর্তি গয়না নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা ইমন চক্রবর্তী।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

প্রথমে জামাই অর্থাৎ নীলাঞ্জনাকে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয়ে বিয়ের পালা।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

মালা বদল থেকে শুভদৃষ্টি, একে একে সমস্ত বিয়ের রীতিমেনেই এগোতে থাকে বিয়ে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

শেষে সিঁদুর দিয়ে ইমনের সিঁথি রাঙিয়ে দিল তারই মনের মানুষ নীলাঞ্জন।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

বিয়ের পর মঞ্চে একত্রে ইমন ও নীলাঞ্জনাকে দেখা গিয়েছেন খুশিতে ভরপুর হয়ে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

শুধু তাই নয় সেখানে উপস্থিত ছিল টলিপাড়ার একাধিক মানুষ। টলিপাড়ার অন্যতম গায়িকা বলে কথা তাঁর বিয়েতে সেলেবেইরিটি থাকবে না তও আবার হয় নাকি!

site