• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আপনার এসব ঢং ভীষণ বেমানান লাগে’! নিজের গান ‘সোহাগ চাঁদ বদনি’ তে নেচে ট্রোলড ইমন চক্রবর্তী

Published on:

ইমন চক্রবর্তী,সোহাগ চাঁদ বদনি,নাচ,রোশনি ভট্টাচার্য,Iman Chakraborty,sohag chand bodoni,dance,roshni Bhattacharya

বাংলা সংগীত জগতের অন্যতম প্রতিভাবান গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। কেরিয়ারের শুরুতেই নিজের প্রতিভার জোরে জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন ইমন। তার সুরের জাদুতে কাবু সকল সঙ্গীতশিল্পী। গোটা বাংলা তার গানের নেশায় বুঁদ হয়ে থাকে। একের পর এক ছবিতে প্লে ব্যাক গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে গায়িকা ইমন। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান দর্শকদের মাঝেমধ্যেই উপহার দিয়ে থাকেন তিনি।

এখন একেবারে চলছে ভরা বিয়ের মরসুম। তার উপর ফেব্রুয়ারী হল প্রেমের মাস। আর এবার এই সিজনের জন্য একদম পারফেক্ট গানের কভার নিয়ে এলেন ইমন। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমনের কন্ঠে এক সময়ের জনপ্রিয় গান ‘বালা নাচো তো দেখি’। এই গানটা এমনিই জনপ্রিয়, তার উপর ইমন নতুন ভাবে নতুন স্বাদে গানটিকে তৈরি করে শ্রোতাদের কাছে আরও প্রিয় করে তুলেছে এই গান।

ইমন চক্রবর্তী,সোহাগ চাঁদ বদনি,নাচ,রোশনি ভট্টাচার্য,Iman Chakraborty,sohag chand bodoni,dance,roshni Bhattacharya

এই মিউজিক ভিডিওতে তার সাথে সাথ দিয়েছেন জি বাংলার ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’ তে জগদম্বা চরিত্রে অভিনয় করা রোশনি ভট্টাচার্য । গানটির শ্যুটও করা হয়েছে একটি বিয়ে বাড়ির আমেজ ধরে রাখতে। বিয়ে বাড়ি মানেই গায়ে হলুদ, নানান রীতিনীতি আর অবশ্যই প্রাণখোলা আনন্দ।

ইমন চক্রবর্তী,সোহাগ চাঁদ বদনি,নাচ,রোশনি ভট্টাচার্য,Iman Chakraborty,sohag chand bodoni,dance,roshni Bhattacharya

সেই গোটা পরিবেশটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মিউজিক ভিডিওতে। এখানে রোশনি ভট্টাচার্য হল বিয়ের কণে, তার বিয়ের গায়ে হলুদেই ইমন গাইছেন এই গান৷ সারেগামা অরিজিনালসের উপস্থাপনায় বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই গান। গান গাইতে গাইতে সাথে জমিয়ে নেচেওছেন ইমন।

 

হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে রীতিমতো নেচেছেন ইমন। সম্প্রতি এই ভিডিওর প্রচারের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ইমন। যেখানে এই গানের সিগনেচার স্টেপে নেচে সকলকে চ্যালেঞ্জ করেছেন ইমন। আর তাতেই প্রশংসার পাশাপাশি ধেয়ে এসেছে অজস্র কটু মন্তব্য৷ নেটপাড়ার একাংশের মত, “গান গাইতেন ঠিক আছে নাচতে গেলেন কেন”, আবার অন্য একজন লিখেছেন, ” আপনার এই রঙ ঢং বেমানান লাগে।” এখন দেখার ইমনের এই প্রয়াস কতটা সাফল্য পায়৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥