• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিলাসবহুল ‘আর্বানা’য় ফ্ল্যাট কিনবেন ইমন! পারিশ্রমিক বাড়িয়ে টাকা জমাচ্ছেন গায়িকা 

Published on:

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,পারিশ্রমিক,Fee,আর্বানা,Abarna,ফ্ল্যাট,Flat

এই মুহূর্তে বাংলার জনপ্রিয় গায়িকাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা (Singer) ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আজ থেকে ৬ বছর আগে ২০১৬ সালে ‘প্রাক্তন’ সিনেমার জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’ গেয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে ব্রেক পেয়েছিলেন গায়িকা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। মাত্র ৬ বছরের ক্যারিয়ারেই পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে।

সময়ের সাথে সাথে গায়িকা হিসাবে তো বটেই সেইসাথে ইমনের দায়িত্ব বেড়েছে আরও অন্যান্য অনেক বিষয়েই। এখন ইমন শুধু গায়িকা নন পাশাপাশি মাল্টি ট্যালেন্টেড। এই শিল্পী ইতিমধ্যেই গানের পাশাপাশি নাচ,অভিনয় সবদিকেই পরিচয় দিয়েছেন নিজস্ব দক্ষতার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ইমনের পারিশ্রমিক নিয়েও।

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,পারিশ্রমিক,Fee,আর্বানা,Abarna,ফ্ল্যাট,Flat

৬ বছরের কেরিয়ারে তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয় এই গায়িকা একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সব গান। সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত বেলা শুরু সিনেমাতেও সুপারহিট হয়েছে ইমনের গাওয়া টাপাটিনি গান। বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক কিংবা সোশ্যাল মিডিয়ার রিল ভিডিওতে ছেয়ে গিয়েছে এই একই গানের নানান ভিডিও।

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,পারিশ্রমিক,Fee,আর্বানা,Abarna,ফ্ল্যাট,Flat

তাই এবার কি আগে তুলনায় খানিকটা হলেও পারিশ্রমিক বাড়ল গায়িকা ইমনের? এমনই প্রশ্ন জাগছে গায়িকার কৌতুহলী ভক্তদের মনের মধ্যে। এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে মুখ খুলে ছিলেন গায়িকা। প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়েছেন ‘সবাই তাই করে আমি কি করব?’ সেইসাথে ইমনের অভিযোগ কলকাতায় টাকা নেই, বাংলার শিল্পীদের কেউ টাকা দিতেই চায় না। তাই ঈশ্বরের আশীর্বাদে একটা দুটো গান হিট হলে তিনিও টাকা বাড়াচ্ছেন।

ইমন চক্রবর্তী,Iman Chakraborty,গায়িকা,Singer,পারিশ্রমিক,Fee,আর্বানা,Abarna,ফ্ল্যাট,Flat

তার অন্যতম কারণ হিসাবে ইমন বলেছেন ‘আমাকে আর্বানায় (Abarna) ফ্ল্যাট (Flat) কিনতে হবে।’ এখানে বলে রাখি, আর্বানা হল কলকাতার বাইপাস এলাকার সবচেয়ে বিলাসবহুল ফ্ল্যাট গুলির মধ্যে অন্যতম। এই একই ফ্ল্যাটের বাসিন্দা হলেন টলিউডের রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার এবং অরিন্দম শীলের মতো তারকারা। এবার তাদেরই প্রতিবেশী হয়ে সেখানেই নিজের নতুন ঠিকানা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন ইমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥