• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইনসিকিওরড’ ইমন, বেফাঁস মন্তব্য গায়ক রূপঙ্কর বাগচীর! পাল্টা জবাবে এবার একহাত নিলেন গায়িকাও

Published on:

Iman Chakraborty replies to Rupankar Bagchi about KK issue

কেকে বিতর্ক যেন কিছুতেই রূপঙ্করের বাগচির (Rupankar Bagchi) পিছু ছাড়ছে না। গায়কের কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব কিছুর ওপর কেকে’র মৃত্যুর সাংঘাতিক প্রভাব পড়েছিল। কঠিন সময়ে টলিউডের অনেকেই গায়কের হাত ছেড়ে দিয়েছিলেন।

কয়েকদিন আগে একটি চ্যাট শো’য়ে গিয়ে নিজের নানান অভিমানের কথা তুলে ধরেছিলেন রূপঙ্করা। টলিউডের গানের দুনিয়ার যে ব্যক্তিত্বদের বিরুদ্ধে গায়ক নিজের অভিমানের কথা তুলে ধরেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। গায়ক বলেছিলেন, ইমন ইনসিকিওরড। সঙ্গে এও বলেছিলেন, গায়িকা নাকি ভয়ও পেয়েছিলেন।

Iman Chakraborty

এবার এই নিয়ে পাল্টা দিলেন ইমন। রূপঙ্করের মুখ থেকে নিজের বিষয়ে এমন মন্তব্য শুনে একেবারেই চুপ থাকতে পারেননি গায়িকা। রূপঙ্করের প্রসঙ্গে বলার সময় ইমন বলেন, যদি আমি ইনসিকিওরড হই, তাহলে রূপঙ্কর দা নিজেও কিন্তু তাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ইমন বলেন, ‘আমি একজন একা মেয়ে। জীবনের এই লড়াইটাও আমি একাই লড়েছি। আমি ইনসিকিওরড হলে এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। তাই রূপঙ্কর দা যদি আমায় ইনসিকিওরড বলে থাকেন, তাহলে কোথাও গিয়ে হয়তো উনি নিজেও তাই’।

Rupankar Bagchi

কেকের সম্বন্ধে বিতর্কিত মন্তব্যের করার পর রূপঙ্করকে একহাত নিয়েছিলেন অনেকে। অনেকে এও বলেছিলেন, একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীকে তাঁর সম্মান করা উচিত। আর সেখানে রূপঙ্কর বলেছিলেন, কেকে’কে তিনি চেনেন না। এই বিষয়ে গায়ক ইমন প্রসঙ্গে বলেন, গায়িকা নাকি সেদিন ভয় পেয়ে এমন মন্তব্য করেছিলেন।

এই বিষয়টি নিয়েও নিজের মুখ খোলেন ইমন। গায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘রূপঙ্কর দা এটা নিজের মতো করেই বলেছেন। আমার কিন্তু প্রতিবাদ করার মতো জায়গা ছিল। আমরা শুধু একটাই কথা বলার ছিল, একজন শিল্পী হয়ে আপনি আর একজনকে অপমান কিংবা ছোট করতে কখনওই পারেন না’।

Iman Chakraborty

প্রসঙ্গত, কেকে বিতর্কে জড়ানোর পর রূপঙ্কর সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। বলেছিলেন, তাঁর কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র নিজের কথার ভুলের জন্যই এখন তিনি এই অবস্থার সম্মুখীন হচ্ছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥