একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের তান্ডবে গোটা দেশের হালই বেহাল। মৃত্যুমিছিলে রোজই বাড়ছে হাজার হাজার মানুষের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। একদিকে রাজ্যজুড়ে লকডাউনের জেরে অর্থনৈতিক, স্বাস্থ্য সব পরিকাঠামোই প্রায় ধ্বসের মুখে। এরমধ্যেই তান্ডব চালিয়ে গেল ভয়ঙ্কর ঘূর্নিঝড় ইয়াস। এবারের ঝড় শহর কলকাতার বুকে তেমন প্রভাব না ফেললেও, উপকূলবর্তী এলাকার মানুষদের প্রায় সর্বস্বই ভেসে গিয়েছে।
এবার তাদের পাশে দাঁড়াতেই তমলুক ছুটে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। বাড়ি বসে নয়, সেই জায়গায় দাঁড়িয়েই ইমন দেখিয়েছেন ইয়াসের তান্ডবলীলা চালিয়ে যাওয়ার পর সেই অঞ্চলের মানুষের করুন অবস্থা। দুই মেদিনীপুর সহ, দক্ষিণ ২৪ পরগণার অসংখ্য মানুষের মাথার উপর ছাদ টুকুও নেই, জলের তোড়ে ভেসে গিয়েছে সর্বস্ব।
এই পরিস্থিতিতে এবার অসহায়দের কাছে ছুটে গেলেন গায়িকা। তমলূকে রূপনারায়ণের পাড়ে দাঁড়িয়েই সেখানকার কঠিন অবস্থা লাইভে তুলে ধরেছেন ইমন। মানুষ গৃহহীন, জলের তলায় তলিয়ে গিয়েছে বাড়ি। ইমনের টিম ত্রাণ নিয়ে পৌঁছে গেলেও, এই পরিস্থিতিতে সেগুলো খুবই নগন্য বলেই মত গায়িকার। তিনি জানান আরও সাহায্য প্রয়োজন।
তাই সোশ্যাল মিডিয়াবাসীর কাছে আর্তদের জন্য সাহায্য চেয়েছেন গায়িকা। রা এই সময় বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে পারছেন না তাঁদের অন্তত অর্থসাহায্য করে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে শেয়ার করেছেন এক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও।