• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাস্ট ম্যারেড! বিয়ে সেরে ফেরলেন টলি গায়িকা ইমন ও নীলাঞ্জন, দেখুন একগুচ্ছ ছবি

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

বিয়ে সেরে ফেললেন টলি গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। বিয়ে সেরে উঠেই নিজেই এই সুখবর অনুরাগীদের জানালেন ইমন। গলায় রজনীগন্ধার মালা, ভারী শাড়ি পরে নীলাঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে ইমন। এবার এমনই একটি ছবি নিজের ইন্সটাহ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে ইমন লিখলেন ‘জাস্ট ম্যারেড’। ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা শুভেচ্ছায় মুড়ে দিল নবদম্পতিকে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

ধুমধাম করে জাকজমক পূর্ণ ভাবে বিয়ে না হয় পরে হবে। শুভ কাজে দেরি করতে নেই, তাই এখন আইনি মতেই বিয়েটা সেরে ফেললেন ইমন নীলাঞ্জন। ইমনের পরনে কমলা শাড়িতে ভারী সোনালি জরির কাজ আর নীলাঞ্জন সেজেছেন সম্পূর্ণ সাদা পাঞ্জাবিতে। বাড়ির লোকেদের উপস্থিতিতে সই করে ইমন নীলাঞ্জন একে অপরের গলায় পরিয়ে দিয়েছেন মালা।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

গত কয়েকদিন ধরেই ইমন নীলাঞ্জনের বিয়ে নিয়ে টলিপাড়ায় বেশ হাঁক ডাক ছিল, অবশেষে রেজিস্ট্রি সেরে ফেললেন ইমন। আগামী ২রা ফেব্রুয়ারী ধুমধাম করে জমকালো বিয়ে সারবেন এই গায়ক জুটি। তার আগে সেরে নিলেন সইয়ের বিয়ে। দিন কয়েক আগেই ইমন সেরে ফেলেছেন ব্যাচেলর পার্টি। চলছে দেদার আইবুড়ো ভাত খাওয়ার পর্বও।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

গত বছরের অক্টোবরে নিজের বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন ইমন। সেই থেকেই শুরু হয়েছিল দিন গোনা, যেটা খুব শীঘ্রই শেষ হতে চলেছে।আর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাদ পড়েনি প্রি বেডিং ফটোশুট।

Iman Chakraborty ইমন চক্রবর্তী NIlanjan Ghosh wedding

সম্প্রতি প্রি ওয়েডিং ফটোশুট সেরেছেন ইমন ও নীলাঞ্জন আর সেই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।ব্যাচেলরের তকমা ঘুচিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে একেবারে রোমান্টিক মুডে ধরা দিয়েছে ইমন-নীলাঞ্জন জুটি।

Iman Chakraborty ইমন চক্রবর্তী

যেমনটা জানা যাচ্ছে, বিয়ের জন্য ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে দায়িত্ব দিয়েছেন ইমন-নীলাঞ্জন। বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সাজ পর্যন্ত সবকিছুই হবে অভিষেকের ডিজাইনে। তবে, একেবারে ট্রাডিশনাল বাঙালি সাজেই হবে বিয়ে।

Iman Chakraborty ইমন চক্রবর্তী

প্রি ওয়েডিং ফটোশুটের ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘ সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই।’ আর সাথে একেঅপরের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন ছবির মধ্যে দিয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥