চলতি বছরের শুরুতেই অর্থাৎ ২ রা ফেব্রুয়ারী সাতপাকে বাঁধা পরেছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh) । রেজিস্ট্রি বিয়ে থেকে শুরু করে সামাজিক বিয়ে ইমন ও নীলাঞ্জনের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই সমস্ত ছবি দেখে ঢল নেমেছিল শুভেচ্ছা বার্তার।
আগামী কাল জামাই ষষ্ঠী। আর এবছর প্রথম জামাই আদর পেতে চলেছেন ইমন পতি নীলাঞ্জন। আর স্বভাবতই প্রথমবার জামাই ষষ্ঠী নিয়ে তাদের উচ্ছ্বাস এবং উত্তেজনাও চরম।
নীলাঞ্জনকে জামাই আদর করার জন্য কী কী প্রস্তুতি চলছে গায়িকার বাড়িতে তা নিজেই জানালেন ইমন। মা নেই, তাই জামাইয়ের জন্য নিজের হাতে গায়িকার বাবা-ই সবটুকু করছেন। এখন যেহেতু লকডাউন তাই কেনাকাটায় সমস্যা হবে বলে, অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ‘শ্বশুরমশাই’। মেয়ের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তাই আয়োজনে কোনো খুঁত রাখতে চাননা তিনি।
শুধু তাই নয়, জোড়া জামাই-ষষ্ঠীর আয়োজন হচ্ছে লিলুয়াতেই ইমনের মাসির বাড়িতেও। সেখানে সমস্ত আচার অনুষ্ঠান মেনেই নীলাঞ্জনকে ষষ্ঠী খাওয়াবেন তার দুই মাসী শাশুড়ী। আর নীলাঞ্জনের কৃপায় ছুটছাট ভাগ পাবেন ইমনও।
তবে কেনাকাটা প্রাণ খুলে করতে না পারায় দুই মাসীই ডিউ রেখেছেন উপহার। নীলাঞ্জন ইমনকে খুব স্নেহ করেন তারা। তাই প্রথমবার নিজেদের আশীর্বাদ আশীষ উজার করে দিয়ে আয়োজনে মেতেছেন তারা।