ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলছেন টলিউডের গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। বিয়ে সেরে উঠেই নিজেই সুখবর জানিয়েছেন অনুরাগীদের। রজনীগন্ধার মালা, লাল রাঙা শাড়ি পরে নীলাঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে ইমন। গায়িকা নিজেই এই ছবি ইন্সটাগ্রামের হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখছেন ‘জাস্ট ম্যারেড’। যে ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবন্যা বয়ে গিয়েছে গায়িকার পোস্টে।
তবে, এ ছিল আইনি বিয়ে বা সোজা ভাষায় বলতে গেলে রেজিস্ট্রি ম্যারেজ। তবে, বাঙালি বিয়ে কি আর রেজিস্ট্রিতে শেষ হয় নাকি! মেহেন্দি গায়ে হলুদ, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা শেষে সিঁদুর দান এই সব না হলে ঠিক মানায় না। তাই এবার সামাজিক মতে বাঙালি নিয়মে বিয়ে করছেন ইমন নীলাঞ্জন।
এবার বিয়ের দিনের কিছু ছবি প্রকাশ্যে আস্তে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই মেহেন্দি ও গায়ে হলুদ মিতে গিয়েছে ইমন চক্রবর্তীর। আর সেই ছবি নিজেই শেয়ার করেছেন গায়িকা তার সোশ্যাল মিডিয়াতে। এমনিতেই গানের জনপ্রিয়তার জেরে তার অনুগামী সংখ্যা নেহাকে কম নয়, তাই ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
মেহেন্দি অনুষ্ঠানে গায়িকাকে দেখা গিয়েছে একটি হলুদ রঙের শাড়ি পরে থাকতে। দুহাতে এক হাত করে মেহেন্দি পরে মোট দুটি ছবিও শেয়ার করেছেন গায়িকা। আর দুটি ছবিতেই বিয়ের যে খুশি তা কিন্তু বোঝাই যাচ্ছে গায়িকার চোখে মুখে।
এছাড়াও ইমন চক্রবর্তীর গায়ে হলুদের একটি ছবিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে একেবারে হলুদে মাখামাখি হতে দেখা যাচ্ছে ইমন চক্রবর্তীকে। আর ছবি পাশাপাশি গায়িকা গায়ে হলুদের সময় একটি লাইভ ভিডিও করেছিলেন তাও বেশ ভাইরাল হয়ে পড়েছে।